আজকাল ওয়েবডেস্ক : সাইবারসিকিউরিটি সেকশনের নিয়মিত পাঠকরা জানেন যে, গুগলের একটি নীতিগত পরিবর্তনের ফলে কিছু ব্যবহারকারীর Gmail এবং Google Photos-এর কনটেন্ট ঝুঁকির মুখে পড়েছে। ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে, গুগল ঘোষণা করেছে যে, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলা হবে, এবং সেই সঙ্গে Gmail মেসেজ, Google Photos, এবং Google Docs-এর মত সংরক্ষিত কনটেন্টও মুছে যাবে।
গুগল প্রায় ১৮ মাস আগে থেকেই প্রাথমিকভাবে ওই অ্যাকাউন্টধারীদের ইমেইল পাঠানো শুরু করেছিল, যেগুলো খুলে ব্যবহারই করা হয়নি। সাম্প্রতিক সময়ে আবারও ইমেইল পাঠিয়ে জানানো হয়েছে, অন্যান্য Gmail এবং Photos অ্যাকাউন্টও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।
গুগলের নতুন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট নীতি অনুযায়ী, যদি কোনো অ্যাকাউন্ট টানা দুই বছর ব্যবহৃত না হয়, সেটি নিষ্ক্রিয় হিসেবে বিবেচিত হবে। গুগল জানিয়েছে, "নিষ্ক্রিয় Google অ্যাকাউন্ট এবং তার কাজ ও ডেটা মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে, যদি ব্যবহারকারী দুই বছর ধরে কোনো গুগল প্রোডাক্ট ব্যবহার না করেন।" তবে এটি শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। ব্যবসায়িক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্ট এই নীতির আওতায় পড়বে না।
গুগলের তথ্য অনুযায়ী, Gmail-এর ২.৫ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এটি সাইবার অপরাধীদের জন্য একটি বড় লক্ষ্য। যদিও দুই বছর ধরে নিষ্ক্রিয় একটি অ্যাকাউন্ট সরাসরি ফিশিং হামলার জন্য আকর্ষণীয় মনে না-ও হতে পারে, তবুও সেগুলি আক্রমণের জন্য মূল্যবান। গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রিচেলি বলেছেন, "যদি একটি অ্যাকাউন্ট দীর্ঘ সময় ধরে ব্যবহৃত না হয়, সেটি আরও সহজে আক্রান্ত হতে পারে।" কারণ, এসব অ্যাকাউন্টে নিরাপত্তা পরীক্ষা করা হয় না।
গুগলের অভ্যন্তরীণ বিশ্লেষণ অনুসারে, পরিত্যক্ত অ্যাকাউন্টগুলোতে ২-স্টেপ ভেরিফিকেশন সেটআপ করার সম্ভাবনা সক্রিয় অ্যাকাউন্টের তুলনায় অন্তত ১০ গুণ কম। তবে এমন অ্যাকাউন্টও হামলাকারীদের জন্য মূল্যবান হতে পারে, কারণ সেগুলি পরবর্তী আক্রমণের লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি, এসব অ্যাকাউন্টে থাকা তথ্য হ্যাকারদের জন্য তথ্যের ভাণ্ডার হিসেবে কাজ করতে পারে।
