বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১২ নভেম্বর ২০২৪ ১৪ : ৫৯Debosmita Mondal
শ্রেয়সী পাল: মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার 'তরুণের স্বপ্ন' প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুবিধার জন্য ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে বরাদ্দ করেছে। প্রত্যেক পড়ুয়ার অ্যাকাউন্টে সম্প্রতি এই টাকা 'ক্রেডিট' হওয়া শুরু হয়েছে। তারপর থেকে বিভিন্ন জেলা থেকে উঠে আসছে একাধিক অভিযোগ। ট্যাব দুর্নীতি কাণ্ডে এবার বিহার যোগের সন্ধান মিলল মুর্শিদাবাদ জেলাতে। সালার থানার অন্তর্গত টিঁয়া শান্তি সুধা দাস বিদ্যামন্দিরের ১৫ জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা না পাওয়ার পর জানা গিয়েছে, তাদের জন্য বরাদ্দ হওয়ার টাকা বিহারের কিষাণগঞ্জের একাধিক অ্যাকাউন্টে জমা পড়েছে। এই ঘটনার পর অনেকেরই সন্দেহ ঝাড়খণ্ডের কুখ্যাত জামতারা গ্যাং –এর ওপর। তারা টাকা হাতানোর এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।
ওই স্কুলের প্রধান শিক্ষক আলোক দে জানিয়েছেন, স্কুলের প্রায় ৩২৫ জন ছাত্র-ছাত্রী ট্যাবের টাকা পাওয়ার যোগ্য ছিল। অথচ এখনও পর্যন্ত ১৫ জন ছাত্রছাত্রী লিখিতভাবে জানিয়েছে তাদের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য কোনও টাকা ঢোকেনি। এরপর তিনি জানান, এই প্রকল্পে সরকারি পোর্টালে যোগ্য ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত হয়। তারপর সেখান থেকে সরাসরি ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা ঢোকে। এ ক্ষেত্রে স্কুলের কোনও ভূমিকা থাকে না। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে গোটা ঘটনাটি লিখিত আকারে জানিয়ে সালার থানাতে একটি এফআইআর করে জানান প্রধান শিক্ষক অলোক দে। একইসঙ্গে জেলা শিক্ষা দপ্তরকেও গোটা ঘটনার কথা জানান তিনি।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ছাত্রছাত্রীরা কেন টাকা পায়নি তা জানার জন্য এসবিআই টিঁয়া শাখাতে যোগাযোগ করা হয়। ব্যাঙ্ক থেকে জানা যায় চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, বরাদ্দ হওয়া টাকা বিহারের কিষাণগঞ্জের একাধিক অ্যাকাউন্টে জমা পড়েছে। এদিকে যে অ্যাকাউন্টগুলোতে ছাত্র-ছাত্রীদের টাকা জমা পড়েছে তার কোনও নামের সঙ্গে ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের নামের মিল নেই। অ্যাকাউন্টগুলো জুন মাসের কোনও একটি দিন একসঙ্গে খোলা হয়েছিল। অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা 'ক্রেডিট' হওয়ার পর ১৪ টি অ্যাকাউন্ট থেকে ওই টাকা একই দিনে তুলে নেওয়া হয়েছে।
#tab scam# murshidabad police#
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের আক্রমণ, গুরুতর আহত যুবক, মাথায় হাত পরিবারের ...
আগুনে পুড়ে ছাই কারখানা, প্রায় ২০০০ কর্মীর কাজ চলে যাওয়ার আশঙ্কা ...
ফুল তোলাকে কেন্দ্র করে বিবাদ, মুর্শিদাবাদে পিটিয়ে খুন যুবককে ...
নবাবের শহর মুর্শিদাবাদে একমাত্র শীতকালেই পাওয়া যায় এই 'ধুকি' পিঠা, এ স্বাদের ভাগ হবে না...
কোথায় পাখি? সাঁতরাগাছির ঝিল জুড়ে শুধুই কচুরিপানা, হতাশ পাখিপ্রেমীরা...
বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...
আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...
'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...
আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...
ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...
পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...
বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ ...
মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...
তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...
ঝাল অথচ ঝাল নয়! 'চিলি রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...