আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি এক খুদে পড়ুয়া। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেক ২ নম্বর গেটের কাছে। দুর্ঘটনায় আহত হয়েছেন মৃত পড়ুয়ার মা-ও।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে। স্কুল থেকে ফিরছিল খুদে পড়ুয়া। সঙ্গে ছিলেন তার মা। স্কুটিতে মায়ের পিছনে বসেছিল পড়ুয়া। সেই সময় দুই বাসের মধ্যে রেষারেষি শুরু হয়। আচমকা একটি বাস পাশে সরে ধাক্কা মারে স্কুটিতে। স্কুটি থেকে ছিটকে পড়ে পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন কিছুক্ষণ পরেই মৃত্যু হয়েছে তার।
এদিকে দুর্ঘটনার পরেই হাডকো মোড়ে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন উত্তেজিত জনতা। দুর্ঘটনার পর বাসটি ভাঙচুর করেন ক্ষিপ্ত জনতা। পড়ুয়ার দেহ নিয়ে পথ অবরোধ করেন তাঁরা। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে। এদিকে দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতার বিক্ষোভের জেরে বাইপাসে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এখনও যানজট রয়েছে ওই চত্বরে। ধীর গতিতে যান চলাচল হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী।
