আজকাল ওয়েবডেস্ক: ইন্টারনেটের যুগে নিত্যদিন অদ্ভুত কিছু ঘটনা সকলের নজরে পড়ে। কোনওটা চমকে দেয়, কোনওটা সাড়া ফেলে বিশ্বজুড়ে, কিছু জিনিস আবার কেউ বিশ্বাসই করেন না। তেমনই একটি ছবি সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কী সেই ছবি?
এক তরুণী সম্প্রতি তাঁর হাতের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছন। যেখানে দেখা গিয়েছে, তরুণীর হাতের উপর গজিয়েছে ছোট্ট চারাগাছ। চারাগাছ সহ হাতের সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। যা দেখেই প্রথমে চমকে যান নেটিজেনরা। এও কী সম্ভব! প্রশ্ন নেটিজেনদের।
তরুণী জানিয়েছেন, আচমকা তাঁর হাতের উপর একটি চারাগাছ গজিয়েছে। এটি তুলতে অপারেশন করাবেন কি না, তা ঘিরে বেজায় দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ছবিটি হু হু করে ভাইরাল হলেও, এই ঘটনা অবিশ্বাস্য বলেই মনে হয়েছে অধিকাংশ নেটিজেনদের। তরুণীর পরিণতি কী হবে, কীভাবেই বা চারাগাছটি গজাল তা ঘিরেও চিন্তা করছেন অনেকে।
ভাইরাল ছবিটি শেয়ার করে একজন লিখেছেন, 'চারাগাছটিকে বড় হতে দিন। আপনার শরীরেই তা শোভা পাবে। গাছটি বড় হওয়ার পর আপনার ছবি দেখার অপেক্ষায় থাকব।' একজন লিখেছেন, 'সম্ভবত হাতের ওই জায়গায় কেটে গিয়েছিল। ছোট্ট বিজ বা ফাঙ্গাস ওই জায়গায় চাপা পড়েছিল। তার জন্যেই এই পরিণতি।
