আজকাল ওয়েবডেস্ক: পারথের পিচে আগুন ধরাবেন ফাস্ট বোলাররা। বাইশ গজে রয়েছে প্রাণ। গতি থাকবে, থাকবে বাউন্স। সিরিজ শুরুর আগেই ভারতকে একপ্রকার ভয় ভীতি ধরিয়ে দেওয়ার মতো তথ্য জানিয়ে দিলেন অপটাস স্টেডিয়ামের হেড কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড।
পারথের পিচে ফাস্ট বোলাররা চিরকালই সুবিধা পায়। এই পিচে জোরে বোলাররা ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেন। চিন মিউজিক শোনান বোলাররা। দুরন্ত গতিতে ছুটে আসা ওই বল সামলাতে গেলে টেকনিকের দিক থেকে দুর্দান্ত হতে হয় ব্যাটারদের। এই ভারতীয় দল কতটা সামলাতে পারবেন প্যাট কামিন্সদের আগুন ধরানো ডেলিভারি?
পারথে ২২ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের বল গড়াবে। ম্যাকডোনাল্ড বলছেন, ''এই পিচে গতি রয়েছে, বাউন্সও রয়েছে, ভাল ক্যারি রয়েছে।'' পিচে ঘাস থাকবে। আর ওই ঘাসের জন্যই বল গতিতে ধেয়ে আসবে।
ম্যাকডোনাল্ড গতবারের অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টের প্রসঙ্গ টেনে আনেন। দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে ধসে যায় পাকিস্তান। অজি বোলাররা আগুন জ্বালিয়েছিলেন। খেলা চলাকালীন পিচ খারাপ হয়ে গিয়েছিল। পিচ ভাঙছিল। তার ফলে বলের বাউন্স বোঝা যাচ্ছিল না। বল পড়ে স্কিড করছিল। অস্ট্রেলিয়ার দুই ব্যাটার মারনাস লাবুশানে ও উসমান খোয়াজার শরীরে একাধিক বার বল লাগে। ম্যাকডোনাল্ড বলছেন, ''দু' দলের বোলিং বিভাগই ভাল ছিল গতবার। এবারও একই রকম হবে পিচের চরিত্র।''
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে গিয়েছে ভারত। ভারতীয়দের নিয়ে আবেগের স্রোত অজি মুলুকে। দেশবাসীর আশা অস্ট্রেলিয়ার মাটিতে ভারত দুর্দান্ত প্রত্যাবর্তন করবে।
