আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মাঠে ফিরছেন মহম্মদ সামি। গত নভেম্বরে বিশ্বকাপের পরেই চোটের কবলে পড়েন সামি। অস্ত্রোপচার, রিহ্যাব শেষে বাংলার হয়ে রনজিতে প্রত্যাবর্তন হচ্ছে মহম্মদ সামির। বুধবার থেকে ইন্দোরে শুরু হচ্ছে বাংলা–মধ্যপ্রদেশ রনজি ম্যাচ। সেই ম্যাচেই মাঠে নেমে পড়বেন সামি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছেন এই পেসার।
প্রসঙ্গত, সামি ফিরবেন এমন জল্পনা গত একমাস ধরেই চলছিল। রনজি ট্রফিতে শুরু থেকেই খেলবেন বলে জানা গিয়েছিল। কিন্তু এনসিএ ফিট সার্টিফিকেট না দেওয়ায় মাঠে নামতে পারেননি। সামির নতুন করে চোট লেগেছিল বলেই শোনা গিয়েছিল। অধিনায়ক রোহিত শর্মা একথা জানিয়েছিলেন। আর তাই অস্ট্রেলিয়া সফরের দলেও তাঁর জায়গা হয়নি। অবশেষে বুধবার থেকে বাংলার হয়ে নামছেন তিনি। বোলিং সহ ফিটনেসের প্রমাণ দিলে আগামী দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে দলে নেওয়া হতেও পারে।
যদিও বাংলা শিবিরের তরফে জানানো হয়েছে, সামি এখনও ইন্দোর আসেননি। মঙ্গলবার বিকেলের মধ্যেই চলে আসবেন। কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, সামি ম্যাচ খেলার জন্য প্রস্তুত।
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের পর সামিকে বল করতে দেখা গিয়েছিল নেটে দীর্ঘক্ষণ। তখনই আশা জেগেছিল। আর এবার যাবতীয় জল্পনার অবসান।
এদিকে, ইন্দোরে সবুজ উইকেটে হবে খেলা। বাংলার অভিজ্ঞ দুই পেসার আকাশ দীপ এবং মুকেশ কুমার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায়। গত ম্যাচে চোট পেয়েছেন ঈশান পোড়েল। এমন অবস্থায় সামিকে পেলে শক্তি বাড়বে বাংলার। একই সঙ্গে খেলতে পারেন সামির ভাই মহম্মদ কইফও।
