আজকাল ওয়েবডেস্ক: ট্যাব কেলেঙ্কারির ঘটনায় তদন্তে নেমে এক যুবককে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। পূর্ব বর্ধমান জেলার পুলিশ তাকে মালদা থেকে গ্রেপ্তার করেছে। পুলিশের একটি সূত্র জানায়, পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে রাজ্য সরকারের দেওয়া ট্যাব কেনার টাকা হাতিয়ে নিয়েছিল অভিযুক্ত। ধৃতকে তদন্তের জন্য বর্ধমান নিয়ে আসা হবে।
পুলিশের একটি সূত্র জানায়, অপরাধের ধরন দেখে মনে হয়েছে এটি একটি সংগঠিত অপরাধ। রীতিমতো ছক কষে পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। যাকে ধরা হয়েছে সেই ব্যক্তি ছাড়াও এই চক্রে আরও অনেকের যুক্ত থাকার সম্ভাবনা। তাদের সন্ধানেও চালানো হচ্ছে তল্লাশি।
রাজ্য সরকারের 'তরুণের স্বপ্ন' প্রকল্পে লেখাপড়ার সুবিধায় যাতে পড়ুয়ারা প্রযুক্তির সহায়তা নিতে পারে সেজন্য ১০,০০০ টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়ার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এই টাকা দিয়ে পড়ুয়ারা ট্যাব কেনে। পুজোর ছুটি পড়ার আগেই স্কুলের পক্ষ থেকে পোর্টালে আপলোড করে দেওয়া হয়। কিন্তু এবছর রাজ্যের বিভিন্ন স্কুল থেকে অভিযোগ আসে রাজ্য সরকার এই টাকা পাঠানোর পরেও পড়ুয়ারা যখন টাকা তুলতে যায় তখন জানতে পারে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।
জেলায় জেলায় ওঠে এই অভিযোগ। স্কুলগুলির পক্ষ থেকেও থানায় থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নামে রাজ্য প্রশাসন। তদন্তে নামে পুলিশ। এরপরেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদা থেকে গ্রেপ্তার করে এক ব্যক্তিকে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি সূত্র জানায়, খতিয়ে দেখা হচ্ছে রাজ্যের অন্যান্য জেলাগুলির ট্যাবের টাকা উধাও হয়ে যাওয়ার পিছনে এর কোনও যোগসূত্র আছে কিনা।
