আজকাল ওয়েবডেস্ক: অসুস্থ বর্ষীয়ান বাম নেতা বিমান বসু। চিকিৎসকদের পরামর্শে ভর্তি করানো হয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই তাঁকে ভর্তি করানো হয়েছে। ঠিক কী হয়েছিল বর্ষীয়ান বাম নেতার? আলিমুদ্দিন সূত্রে খবর, দলের একগুচ্ছ কর্মসূচিতে তিনি দক্ষিন দিনাজপুর-মালদা গিয়েছিলেন। দুই জেলার কর্মসূচি সেরে কলকাতায় ফিরেছেন রাতের ট্রেনে।

 

সারারাত্রি ট্রেনে আসার পর থেকে জ্বর আসে বর্ষীয়ান বাম নেতার। সোমবার সকাল থেকে শরীর খারাপ থাকায় চিকিৎসক দেখে যান তাঁকে। রক্ত-সহ বেশকিছু পরীক্ষা করানো হয়। প্রথমে তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি। তবে সর্দি-কাশী-শ্বাসকষ্ট-জ্বর নিয়ে অসুস্থ বোধ করায় সোমবার রাতে ৮৪ বছর বয়সী বর্ষীয়ান নেতাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাত ন'টা নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ঘনিষ্ঠসূত্রের খবর, সোমবারের থেকে কিছুটা ভাল রয়েছেন তিনি এখন। মঙ্গলবার দুপুরে চিকিৎসকরা তাঁকে দেখবেন, বেশকিছু পরীক্ষা করা হবে। 

 রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁদের দীর্ঘদিনের সঙ্গী বিমান। সম্প্রতি মালদা টাউন হলে তাঁদের স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে নাম ছিল, দীর্ঘদিনের সঙ্গী, বন্ধু, রাজ্য বামফ্রন্টের সভাপতি বিমান বসুর। আচমকা অসুস্থ হয়ে পড়ায়, বাম নেতার একগুচ্ছ কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।