আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। শনিদেবকে কর্মফলদাতা বলা হয়। প্রতি আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে থাকেন শনিদেব৷ আবার একটি রাশিতে পুনরায় ফিরে আসতে সময় লাগে ৩০ বছর৷ আর শনির স্থান পরিবর্তনে শুভ-অশুভ প্রভাবে বড় পরিবর্তন দেখা যায় বিভিন্ন রাশির জীবনে।
শীঘ্রই বুধ ও শনি রাশি পরিবর্তন করে একে অন্যের সমকোণে উপস্থিত হতে চলেছে। যার ফলে ৩ রাশির জীবনে উপচে পড়বে টাকা। তাহলে উন্নতি-সাফল্যের শিখরে কারা উঠবেন? দেখে নেওয়া যাক-
বৃশ্চিক: শীঘ্রই বুধ-শনির অবস্থান পরিবর্তনে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। চাকরি ও ব্যবসায় ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি খুঁজছেন তাঁরা নতুন চাকরি পেতে পারেন। নতুন কোনও কাজ শুরু করার শুভ সময়। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভাল হবে। সমাজে মান-সম্মান বাড়বে।
মিথুন: বুধ-শনির শুভ মিলনে মিথুন রাশির অধিকারীদের জীবন ভরে উঠবে খুশিতে। সব বাধা কেটে এবার দোরগোড়ায় সাফল্য৷কেরিয়ারে উন্নতির সুযোগ রয়েছে। কর্মস্থলে কাজের প্রশংসা পাবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
মকর: বুধ-শনি মুখোমুখি হওয়ার ফলে বিরাট উন্নতি হতে চলেছে মকর রাশির৷ অর্থ-মান-যশে ভরে উঠবে জীবন। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। চাকরিতে বেতন বাড়তে পারে। ব্যবসায়ীরা বড় কোনও বিনিয়োগ করতে পারেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
