আজকাল ওয়েবডেস্ক: রাতে পাখা চালিয়ে ঘুমোলেও ভোরের দিকে ঠান্ডার জেরে বন্ধ করে দিতে হচ্ছে, আবার গায়ে দিতে হচ্ছে চাদর। একটু বেলা বাড়লেই আবার বেড়ে যাচ্ছে তাপমাত্রা। রাতে আবার পারদ নিচের দিকে। কার্যত এই ধরনের আবহাওয়া রোজ অনুভব করছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এর অর্থ শীতের আমেজ এসে গিয়েছে বাংলায়।

 

 

রাজ্যে শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। কবে থেকে বাংলায় শীত পড়বে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আকাশ আপাতত একেবারে পরিষ্কার থাকবে। দক্ষিণ পশ্চিম বায়ু আর প্রবেশ করছে না বাংলায়। ধীরে ধীরে উত্তুরে হাওয়া ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপাতত নভেম্বরের মাঝামাঝি সময়ে এরকমই আবহাওয়া থাকবে রাজ্যে। সকালের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

 

 

চার, পাঁচ দিন পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দার্জিলিং জেলায় বৃষ্টির সম্ভাবনা। বুধবার উত্তরবঙ্গের আরও তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।