আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাতে অস্ট্রেলিয়ায় পৌঁছলেন বিরাট কোহলি। বর্ডার-গাভাসকর‌ ট্রফি শুরু হওয়ার ১২ দিন আগে ক্যাঙ্গারুদের দেশে পা রাখলেন তারকা ক্রিকেটার। সচরাচর যা দেখা যায় না। শেষ কয়েকটা বিদেশ সফরে সাধারণত দলের সঙ্গে যেতে দেখা যায়নি কোহলিকে। টিম ইন্ডিয়া প্রস্তুতি শুরু করে দেওয়ার পর মাঝপথে দলের সঙ্গে যোগ দেন বিরাট। কিন্তু এবার বদলে গেল চিত্র। এক, দু'দিনের মধ্যেই পারথে পৌঁছে যাবে গোটা ভারতীয় দল। কিন্তু তার আগেই সবার প্রথমে পৌঁছে গেলেন কোহলি। বাকি দল দুই দফায় পৌঁছবে। প্রথম দলে রয়েছে শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ এবং সহকারী কোচ অভিষেক নায়ার। দ্বিতীয় দফায় যাবেন রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, হর্ষিত রানারা। আপাতত দলের সঙ্গে যাবেন না রোহিত শর্মা। ব্যক্তিগত কারণে প্রথম টেস্টে ভারত অধিনায়কের খেলা নিয়ে সংশয় রয়েছে। পারথের ডব্লিউএসিএ গ্রাউন্ডে প্র্যাকটিস করবে টিম ইন্ডিয়া। 

একটি রিপোর্ট অনুযায়ী, রবিবার রাতে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে স্ত্রী অনুষ্কা শর্মা, মেয়ে ভামিকা‌ এবং ছেলে আকায়ের সঙ্গে দেখা যায় কোহলিকে। চিত্র সাংবাদিকদের পরিবারের ছবি তুলতে বারণ করেন বিরাট। তবে নিজে পোজ দেন। অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়ার আগে চাপে আছেন তারকা ক্রিকেটার। ব্যাটে রান নেই। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে ছয় ইনিংসে বিরাটের সংগ্রহ মাত্র ৯৩ রান। লাল বলের ক্রিকেটে শেষ পাঁচ বছরে মাত্র দুটো‌ শতরান। তবে অস্ট্রেলিয়ায় বরাবর ভাল খেলেন কোহলি। পারথেই ভাগ্যের চাকা ঘোরাতে মরিয়া থাকবেন তারকা ক্রিকেটার।