আজকাল ওয়েবডেস্ক: ভারত যাচ্ছে না পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। আইসিসির মাধ্যমে তা পিসিবিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এরপরই উঠেপড়ে লেগেছে পাক ক্রিকেট বোর্ড। ক্রীড়া আদালতে যেতে চলেছে পিসিবি। পাশাপাশি ভারতের অলিম্পিক আয়োজনের বিরোধিতাও করতে চলেছে তারা।
এক পাক সংবাদমাধ্যমের দাবি, যত দিন সে দেশে ভারত খেলতে যাবে না তত দিন কোনও খেলাতেই ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান। এমনকী পাকিস্তান সরকারের তরফে ভারতের অলিম্পিক আয়োজনের বিরোধিতা করা হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) দরবার করার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তানের দাবি, খেলাধুলোর প্রতিযোগিতাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে ভারত। যদিও আইওসি সেই দাবি মানবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
প্রসঙ্গত, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। তবে ভারত ছাড়াও ২০২৬ অলিম্পিকের দাবিদার সৌদি আরব, কাতার, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক।
এটা ঘটনা ২০২৮ অলিম্পিক হবে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। ২০৩২ সালের অলিম্পিক আয়োজন করবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাগ জানিয়েছেন, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চেয়ে একাধিক শহর আবেদন করেছে।
