আজকাল ওয়েবডেস্ক: ছন্দ ফিরে পেয়েছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। মাঝে অফ ফর্মে ছিলেন কেকেআরের এই মিস্ট্রি স্পিনার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে কামাল করছেন বরুণ। তার এই কামব্যাকের জন্য ধন্যবাদ জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে।
বরুণ জানিয়েছেন, বাংলাদেশ সিরিজের সময়ই তাঁর সঙ্গে কথা বলেছিলেন গম্ভীর। বরুণের কথায়, ‘গম্ভীরের সঙ্গে সফর চলাকালীন অনেক কথা হয়েছিল। দলে আমার কী ভূমিকা তা পরিস্কার করে দিয়েছিল গম্ভীর। বলেছিল তুমি ৩০–৪০ রান দাও সেটা কোনও বিষয় নয়। কিন্তু উইকেট তুলে নিতে হবে। এটাই দলে আমার ভূমিকা। যখনই বল করতে আসি, জানি উইকেট নিতে হবে।’
কেকেআরের হয়ে পারফর্ম করলেও জাতীয় দলের হয়ে গত তিন বছর পারফর্ম করতে পারেননি তিনি। তার জন্য দল থেকেও বাদ যেতে হয়েছিল। বরুণের কথায়, ‘শেষ তিন বছর সত্যিই কঠিন ছিল। কিন্তু ওই সময়ে প্রচুর ক্রিকেট খেলেছিলাম। ঘরোয়া ক্রিকেটও খেলেছি। তামিলনাড়ু প্রিমিয়ার লিগও খেলেছি। এটা আমাকে বোলার হিসেবে প্রচুর সাহায্য করেছে।’
২০২১ টি২০ বিশ্বকাপে দলে ছিলেন তিনি। কিন্তু পারফর্ম করতে পারেননি। কিন্তু এবার ফিরে এসেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টি২০ ম্যাচে আট উইকেট। দ্বিতীয় ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। গম্ভীরের পরামর্শেই ভেল্কি দেখাতে শুরু করলেন বরুণ?
