আজকাল ওয়েবডেস্ক: নিজের জীবন বাজি রেখে এক বৃদ্ধের প্রাণ বাঁচালেন দুই যুবক। সোমবার পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে এই ঘটনা ঘটে। স্টেশন সংলগ্ন বাজারে সবজি বিক্রেতা দুই যুবকের তৎপরতায় ট্রেনের ধাক্কা থেকে রক্ষা পেলেন অশীতিপর এক বৃদ্ধ। দুই যুবকের সাহসীকতার প্রশংসা করেছেন সকলেই।
জানা গিয়েছে, অন্যদিনের মতো এদিনও বাজারে সবজি বিক্রি করছিলেন সারু শেখ ও তাঁর সহকর্মী ছোট্টু শেখ। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ সমুদ্রগড় স্টেশন দিয়ে পার হচ্ছিল আপ বালুরঘাট এক্সপ্রেস। পাশেই বাজারে তখন উপচে পড়া ভিড়। ট্রেন আসছে শুনে রেললাইন থেকে নিরাপদ দূরত্বে সরে যান বাজারে আসা ক্রেতারা। কিন্তু সবাই সরে গেলেও অশীতিপর লাইন থেকে সরতে পারেননি।
বয়সের ভারে তিনি কাবু এবং লাঠি ভর দিয়ে চলাফেরা করেন।শরীর দূর্বল বলে কিছুটা চলাফেরা করার পর তাঁকে বিশ্রাম নিতে হয়। ফলে ট্রেন ছুটে আসছে দেখেও তিনি সরে যেতে পারেননি। লাইনের ওপরেই দাঁড়িয়ে থাকেন। ছুটে গিয়ে ওই বৃদ্ধকে লাইন থেকে সরিয়ে দেন দুই সবজি বিক্রেতা।
এবিষয়ে সারু বলেন, 'প্রচন্ড গতিতে ট্রেন ছুটে আসছে দেখে আমি ও ছোটু চিৎকার করে সরে যেতে বলি। কিন্তু দেখি ওই বৃদ্ধ সরছেন না। তাই শেষপর্যন্ত নিজেদের জীবন বাজি রেখেই বৃদ্ধকে সরিয়ে নিয়ে আসি।' স্থানীয় বাসিন্দা সমীর শেখ বলেন, এই দু'জনের সাহসিকতায় আজ একজনের প্রাণ বাঁচল।'
