আজকাল ওয়েবডেস্ক: লোকেশ রাহুলকে এবার আর রিটেন করেনি লখনউ। ২০২২ থেকে ২০২৪ তিনি এই ফ্রাঞ্চাইজির অধিনায়ক ছিলেন। তাঁর পারফরম্যান্সে ফ্রাঞ্চাইজি মালিক খুশি নন। তবে এটা ঘটনা, ২০১৬ সালে দেশের হয়ে আন্তর্জাতিক টি২০ তে অভিষেকের পর ৭২ ম্যাচ খেলেছেন রাহুল। রান করেছেন ২,২৬৫। গড় ৩৭.৭৫। তার মধ্যে দুটি শতরান ও ২২ টি অর্ধশতরান রয়েছে। আবার অধিনায়ক রাহুল ২০২২ ও ২০২৩ সালে লখনউকে প্লে–অফে নিয়ে গিয়েছিলেন।
গত তিন বছরে লখনউয়ের হয়ে ১,৪১০ রান করেছেন রাহুল। তবুও তাঁকে দলে রাখা হয়নি। এদিকে, আগামী ২৪ ও ২৫ নভেম্বর রিয়াধে হবে আইপিএলের মেগা নিলাম। তার আগে রাহুল বলেছেন, ‘টি২০ দলে আপাতত আমি নেই। তাই আইপিএলের দিকে তাকিয়ে আছি। আশা করি দল পাব। খেলাটাকে উপভোগ করতে পারব।’ এরপরই রাহুল বলেছেন, ‘আইপিএলে একেবারে নতুন করে শুরু করতে চাইছি। তাই মেগা নিলামে রয়েছি। স্বাধীনতা, বিকল্প, পরিবেশ সবকিছু দেখেই সিদ্ধান্ত নেব।’
প্রসঙ্গত, বর্ডার–গাভাসকার ট্রফিতে রয়েছেন রাহুল। ২২ নভেম্বর থেকে শুরু টেস্ট সিরিজ। রোহিত প্রথম টেস্টে না খেললে যশস্বীর সঙ্গে ওপেন করতে হতে পারে রাহুলকে। তবে যেকোনও পরিস্থিতির জন্য তিনি তৈরি আছেন।
