আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়নশিপ রাউন্ডে জয়ের হ্যাটট্রিক করে ফেলল ইউনাইটেড কলকাতা। দু’ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার ডিভিশন কার্যত নিশ্চিত হয়ে গেল। সোমবার বিধাননগর গ্রাউন্ডে বেঙ্গল নাগপুর রেলওয়েজকে ৩-০ গোলে হারাল ইউকেএসসি। ইউকেএসসির হয়ে গোল করেন রাহুল ভিপি, সমীর প্রধান এবং কৃষ্ণা সাধু। প্রিমিয়ার ডিভিশনে উঠতে গেলে এদিন জিততেই হত ইউনাইটেডকে। চাপের ম্যাচে মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ বার করে নিল ইউকেএসসির ছেলেরা। এদিন সামনে রাহুল ভিপি, শ্রীমন্ত কিসকুকে রেখে দল সাজিয়েছিলেন ইউকেএসসি কোচ দীপক মণ্ডল।
খেলার শুরু থেকেই বিপক্ষের বক্সে চাপ সৃষ্টি করে ইউনাইটেড। দুই উইং থেকে একের পর এক ক্রস ভেসে আসলেও গোলের মুখ খোলা যাচ্ছিল না। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে গোলকিপারকে একা পেয়েও গায়ে মারেন আদর্শ লামা। বেশ কয়েকবার বল বার ঘেঁষে বেরিয়ে যায়। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও ছবিটা একই। শুরু থেকেই আক্রমণ বাড়ায় ইউনাইটেড কলকাতা। তার ফলও মেলে হাতেনাতে। ফাঁকায় বল পেয়ে গোল করে যান রাহুল ভিপি। তার কিছুক্ষণ পরেই অবশ্য পেনাল্টি পায় বিএনআর। বিপক্ষের ১৭ নম্বর জার্সিধারী তুহিন দাসের পেনাল্টি বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করেন ইউকেএসসি কিপার জাফর। তারপরেই দ্বিতীয় গোল।
আদর্শের কর্নার থেকে সমীর প্রধানের হেড জড়িয়ে যায় জালে। এদিন দুই দলের খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন বহু সমর্থক। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর কফিনে শেষ পেরেক পোঁতার কাজ করেন পরিবর্ত হিসেবে নামা কৃষ্ণা। বাঁদিক থেকে ওয়ান-টু খেলে রাহুল ভিপির পাস ধরে বিশ্বমানের গোল করে যান তিনি। সারা ম্যাচে একটা পেনাল্টি পাওয়া ছাড়া খুব একটা বেশি সুযোগও তৈরি করতে পারেনি বিএনআর। এদিন জেতার পর প্রিমিয়ার ডিভিশনে কার্যত পা বাড়িয়েই রাখল ইউনাইটেড কলকাতা। বাকি দুটো ম্যাচে এক পয়েন্ট পেলেই প্রিমিয়ার নিশ্চিত হয়ে যাবে। বাকি দুই ম্যাচ রয়েছে শ্রীভূমি অ্যাথলেটিক ক্লাব এবং সিটি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে।
