সংবাদ সংস্থা মুম্বই: ১০ বছর পেরিয়ে কপিলের শো এখন ওটিটির পর্দায়। চলতি বছরেই টিভি ছাড়িয়ে ওটিটির পর্দায় এই অভিষেক হয়েছে। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। নাম বদলে হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। ২০১৩ সালে ছোটপর্দার একটি জনপ্রিয় চ্যানেলে শুরু হয় ‘কমেডি নাইটস উইথ কপিল’। সেই শোতে সঞ্চালকের ভূমিকায় রাতারাতি জনপ্রিয়তা পান কপিল শর্মা। শো-এ কপিল ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি অতিথি হিসেবে বিশেষ আসনে বসেন অর্চনা পূরণ সিংহ। শো-এর পাদপূরণ করার দায়িত্ব মূলত তাঁর কাঁধেই। অর্চনার আগে দীর্ঘ বছর ধরে এই দায়িত্বেও সামলেছিলেন নভজ্যোৎ সিংহ সিধু। এবার ফের কপিলের শো-এ ফিরছেন সিধু!
প্রাক্তন এই ক্রিকেটার এক সময় ধারাভাষ্যকার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। পরে যদিও নিজেকে সরিয়ে নেন। ব্যস্ত হয়ে পড়েন রাজনীতিতে। যদিও পাশাপাশি চলছিল কপিলের শো-এ তাঁর হাজিরা। জড়িয়ে পড়েন বিভিন্ন বিতর্কেও। এবং বিতর্কে জড়িয়ে পড়ার কারণেই কপিল শর্মার শো ছাড়তে হয় তাঁকে। সেই জায়গাতেই ভরাট করতে এসেছিলেন অর্চনা। এবং তিনিও দারুণ জনপ্রিয় হন। সম্প্রতি, এই শো-এর একটি ছোট্ট ক্লিপিং প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে শো-তে ফের হাজির হয়েছেন সিধু। এবং তাঁকে দেখে প্রমাদ গুনছেন অর্চনা। কপিলকে তো তিনি বলেই বসলেন, “কপিল, তুই সর্দার সাবকে বলে দে উনি যেন আমার আসন থেকে উঠে যান এবার। অনেকক্ষণ ধরে তিনি ওটার উপর কব্জা করে বসে রয়েছেন।”
তবে গোটাটাই যে অর্চনা বলেছেন মজার ছলে তা বোঝা গেল একটু পরেই। শো-তে অতিথি হিসাবেই সস্ত্রীক হাজির হচ্ছেন সিধু। তাঁদের সঙ্গ দেবেন হরভজন সিং-ও। স্বভাবতই সিধুকে দেখে খুশি নেটপাড়া। ভিডিওর বার্তা বাক্সে কেউ লিখলেন, " কিংবদন্তি ফিরলেন", কেউ বা লিখলেন, "আপনাকেই মিস করছিলাম আমরা সিধুজি। "
