আজকাল ওয়েবডেস্ক: কানওয়ার যাত্রার জন্য যোগী রাজ্যে বৃক্ষ নিধন। ইতিমধ্যে ১৭,৬০০ গাছ কাটা হয়েছে রাস্তা তৈরির জন্য। গাজিয়াবাদ, মেরঠ ও মুজফফরপুর–এই তিন জেলাতেই হয়েছে বৃক্ষ নিধন। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকার পরিকল্পনা করেছে, এই যাত্রার জন্য ৩৩,৭৭৬ গাছ কাটা হবে।
প্রসঙ্গত, অতীতেও কানওয়ার যাত্রার সময় বৃক্ষ নিধন নিয়ে যোগী সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই তিন জেলায় ১৭,৬০৭ গাছ কাটা হয়েছে। জানা গেছে, ১ লক্ষেরও বেশি গাছ কাটা হবে বলে জানা গেছে। অর্থাৎ এখনও গাছ কাটার কাজ চলবে।
জানা গেছে এখনও আরও অন্তত ১৬,১৬৯ গাছ কাটা হবে। প্রতি বছরই এই কাজ হয়ে চলেছে। কারও ভ্রুক্ষেপ নেই। সেই ১৯৭৬ থেকে এটা শুরু হয়েছে। আজও চলছে। কিন্তু বৃক্ষ নিধন করে প্রকৃতিকে শেষ করে লাভ আছে। বরাবরের মতো এবারও সেই প্রশ্ন উঠছে।
