রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | India-Australia: মুম্বইয়ের পর গুয়াহাটি, দ্রুততম শতরানে সিরিজে ব্যবধান কমালেন ম্যাক্সওয়েল

Sampurna Chakraborty | ২৮ নভেম্বর ২০২৩ ১৭ : ৪৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা। অবশেষে গ্লেন ম্যাক্সওয়েলের কাছে হার ভারতের। টি-২০ ক্রিকেটের ইতিহাসে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে জয় অস্ট্রেলিয়ার। ক্রিকেটের ফরম্যাট বদলালেও, বদলালেন না ম্যাড ম্যাক্স। মুম্বইয়ের পর গুয়াহাটি। আরও একবার অজি তারকার তাণ্ডব চলল। শেষ ২ ওভারে ৪৩ রান তুলে জিতল অজিরা। ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ করল অস্ট্রেলিয়া। আরও একবার চাপের মুখে ভেঙে পড়লেন ভারতীয় বোলাররা। ম্যাক্সওয়েলের বিধ্বংসী শতরানে ম্লান ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে একাই দুশো করে দলকে জেতান ম্যাক্সি। এদিন শেষদিকে পাশে পান ম্যাথিউ ওয়েডকে।‌ সৌজন্যে সূর্যকুমার যাদব। ১৮তম ওভারে ব্যক্তিগত ৬ রানে থাকাকালীন প্রসিদ্ধ কৃষ্ণের বলে ওয়েডের ক্যাচ ফস্কান ভারত অধিনায়ক। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।‌ তখন অজি অধিনায়ক ফিরে গেলে চাপ বাড়ত ম্যাক্সওয়েলের ওপর। আর কোনও প্রসিদ্ধ ব্যাটার ছিল না। আরও একবার উল্টোদিকে বোলারদের নিয়ে ভারতের পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ গ্রহণ করতে হত। কিন্তু তাঁর কাজ সহজ করে দেন সূর্য। শেষ দু"ওভারে ৪৩ রান দরকার ছিল। অক্ষর প্যাটেলের ১৯তম ওভারে ২২ রান ওঠে। যেমন খারাপ বোলিং, তেমনই জঘন্য ঈশান কিষাণের উইকেটকিপিং। শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান। প্রথম বলেই চার দিয়ে শুরু করেন অজি নেতা। শেষ ৪ বলে বাকি কাজটা সারেন ম্যাক্সওয়েল। ৪৭ বলে একশো করেন। টি-২০তে দ্রুততম শতরানের নিরিখে ছুঁয়ে ফেলেন অ্যারন ফিঞ্চ, জস ইংলিশকে। শেষপর্যন্ত ৪৮ বলে ১০৪ রানে ম্যাচ জেতানো ইনিংস খেলে মাঠ ছাড়েন ম্যাক্সি। মারকুটে ইনিংসে ছিল ৮টি ছয় এবং চার। ১৬ বলে ২৮ রানে অপরাজিত ওয়েড।‌ নির্ধারিত ওভারের শেষে ৩ উইকেটে ২২২ রান তোলে ভারত। ৫ উইকেটের বিনিময়ে শেষ বলে জয়সূচক রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 

প্রথম ম্যাচে সূর্যকুমার যাদব। দ্বিতীয় ম্যাচে টপ থ্রির অর্ধশতরান। এদিন সবাইকে ছাপিয়ে যান ঋতুরাজ গায়কোয়াড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে শতরান করেন। মাত্র ৫২ বলে একশোয় পৌঁছে যান ঋতুরাজ। ছয় মেরে সেঞ্চুরি করেন। দুর্ধর্ষ ব্যাটিং। দুটো গিয়ারে ইনিংস পরিচালনা করেন। যখন যশস্বী, ঈশান, সূর্যকুমার ছিলেন, তখন তাঁদের সাপোর্ট সিস্টেম হিসেবে দেখা যায় তাঁকে। কিন্তু তাঁরা ফিরতেই সরাসরি ফোর্থ গিয়ারে। ৩২ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। পরের ২০ বলে আরও ৫০ রান যোগ করেন নিজের নামের পাশে। আন্তর্জাতিক টি-২০তে ঋতুরাজের প্রথম শতরান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অজিদের বিরুদ্ধে ভারতেরও প্রথম। ৫৭ বলে ১২৩ রানে অপরাজিত থাকেন। বিধ্বংসী ইনিংসে ছিল ৭টি ছয়, ১৩ টি চার। 

২৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে বিপাকে পড়ে যায় ভারত। রান পাননি যশস্বী জয়েসওয়াল (৬), ঈশান কিষাণ (০)। তৃতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন ঋতুরাজ এবং সূর্যকুমার। যতক্ষণ ভারত অধিনায়ক ক্রিজে ছিলেন, তাঁকেই বেশিরভাগ স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেন ভারতীয় ওপেনার। তবে এদিন বিরাট কোহলিকে ছাপিয়ে যেতে পারেননি সূর্য। ৬০ রান করলে টি-২০ তে ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০০ রানের মাইলস্টোন ছুঁতেন। কিন্তু ২৯ বলে ৩৯ করে আউট হন। ইনিংসে ছিল ২টি ছয়, ৫টি চার। তারপর তিলক বর্মাকে সঙ্গে নিয়ে দলকে বিশাল রানে পৌঁছে দেন ঋতুরাজ।

সিংহভাগ রান ছিল ভারতের ওপেনারের। উল্টো দিকে খুব স্বচ্ছন্দে না থাকলেও ২৪ বলে ৩১ রান করে ঋতুরাজকে সঙ্গত দেন তিলক। এদিন তাঁর পরীক্ষা ছিল। আহামরি পারফর্ম না করলেও হয়তো পাস মার্কস পেয়ে যাবেন। চতুর্থ উইকেটে ১৪১ রান যোগ করে এই জুটি। শুরুটা যেভাবে হয়েছিল, মনে হয়নি এদিন দুশোর গণ্ডি পেরোবে ভারত। কিন্তু একার হাতে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন ঋতুরাজ। অজি বোলারদের বেধড়ক পেটান। বিশেষ করে শেষ দিকে। ইনিংসের শেষ ওভারে ৩০ রান ওঠে। তবে এর দায়িত্ব নিতে হবে ম্যাথিউ ওয়েডকে। গোটা ম্যাচে বল না করা গ্লেন ম্যাক্সওয়েলকে হঠাৎ শেষ ওভারে বল দেন। যেখানে শিশির সমস্যা হচ্ছে। তারওপর এক ওভার বাকি ছিল কেন রিচার্ডসনের। অস্ট্রেলিয়ার অধিনায়কের কয়েকটা সিদ্ধান্ত ভারতের সুবিধা করে দেয়। হার্ডির শেষ ওভারে ২৫ রান তোলে ভারত। এই দুটো ওভারেই ঘুরে গিয়েছিল খেলা। নির্ধারিত ওভারের শেষে ৩ উইকেটের বিনিময়ে ২২২ রান তোলে ভারত। পরপর তিন ম্যাচেই দুশোর গণ্ডি পেরোয় টিম ইন্ডিয়া। 

জবাবে শুরুটা ভালই করে অস্ট্রেলিয়া। মারমুখী মেজাজে শুরু করেন ট্রাভিস হেড, অ্যারন হার্ডি। ব্যর্থতার জন্য বাদ পড়েন শর্ট। তাঁর জায়গায় দলে এলেও মাত্র ১৬ রানে ফেরেন হার্ডি। রান পাননি প্রথম টি-২০ ম্যাচে শতরান করা জস ইংলিশ। ১০ রানে বিষ্ণোইয়ের বলে বোল্ড হন। বিয়ের জন্য এদিন দলে ছিলেন না মুকেশ কুমার। তাঁর জায়গায় সুযোগ পান আবেশ খান। ছন্দে থাকা হেডকে আউট করেন তিনি। ৮টি চারের সাহায্যে ১৮ বলে ৩৫ রান করেন বিশ্বকাপ ফাইনালের নায়ক। ৬৮ রানে ৩ উইকেট হারায় অজিরা। বাকিটা ম্যাক্সওয়েল শো। মনে করিয়ে দেন বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচকে। এদিন তারই পুনরাবৃত্তি ঘটে। ম্যাড ম্যাক্স ঝড়ে আরও একবার বৈতরণী পার করে অস্ট্রেলিয়া। প্রসিদ্ধ কৃষ্ণর বলে সূর্যর ওয়েডের ক্যাচ ফেলাই ছিল অশনি সংকেত। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন, নেপালকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত...

ইংল্যান্ড সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন, রঞ্জিতে দেখা যাবে সিরাজকে?...

আইকনিক ওয়াংখেড়ের হাফ সেঞ্চুরি, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন ভারতের গব্বর...

কেরালা ছেড়ে চেন্নাইয়িনে যোগ দিলেন প্রীতম কোটাল, মোহনবাগানের বিরুদ্ধেই অভিষেক বাঙালি ডিফেন্ডারের?...

জসপ্রীত বুমরার জন্য কনসার্টই বন্ধ করে দিতে চাইল কোল্ড প্লে! কী এমন ঘটল মুম্বইয়ে?...

স্মৃতিবিজড়িত গোয়া থেকেই ফের ভাগ্যের চাকা ঘোরানোর আশায় অস্কার...

'আমি হলে ওকে...', ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বড় গলদ খুঁজে পেলেন প্রাক্তন তারকা ...

সন্তোষ জয়ী দলকে সংবর্ধনা মোহনবাগানের, দেওয়া হল সাড়ে পাঁচ লক্ষ টাকা...

সন্তোষ জয়ী দলকে সংবর্ধনা মোহনবাগানের, দেওয়া হল সাড়ে পাঁচ লক্ষ টাকা...

একে একে শহরে পা রাখছেন ভারত ও ইংল্যান্ডের তারকারা, ক্রিকেট জ্বরে আক্রান্ত কলকাতা ...

ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু, শেষ চারে সাত্ত্বিক-চিরাগ...

সন্তোষ জয়ীদের সংবর্ধনা ইস্টবেঙ্গলের, শিবিরের পরামর্শ দিলেন ক্রীড়ামন্ত্রী...

গোল মিসের খেসারত, জয়ের হ্যাটট্রিকের পর জামশেদপুরে আটকে গেল মোহনবাগান...

কোর্টে শ্বাসকষ্ট, ইনহেলার নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় জকোভিচ ...

বিতর্ক এড়াতে বাদ গম্ভীর, কবে ঘোষণা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল? ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 23