আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আভাস মিলল। ভোরে হালকা কুয়াশা। শিরশিরানি বাতাস। ভোরের দিকে রীতিমতো খুব হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। দিন কয়েকের মধ্যে আরও খানিকটা শীতের আমেজ পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। কবে থেকে? জানিয়ে দিল হাওয়া অফিস। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে বাংলায়। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। মূলত সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি অনুভূত হবে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। 

 

আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতাতেও মূলত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস নেই। 

 

দক্ষিণবঙ্গে বৃষ্টি থেকে রেহাই পাওয়া গেলেও, উত্তরবঙ্গে চলতি সপ্তাহেও বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। শনিবার পর্যন্ত দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে শুধুমাত্র বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।