আজকাল ওয়েবডেস্ক: ন' জনের ইস্টবেঙ্গলকে পেয়েও হারাতে পারেনি এগারো জনের মহামেডান স্পোর্টিং। ইস্টবেঙ্গলের মরিয়া লড়াই নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। সেখানে মহামেডান স্পোর্টিং নিয়ে চর্চা কম।
সাদা-কালো শিবিরে ম্যাচের দিনই অস্বস্তি বাড়িয়েছেন কাসিমভ ও আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিজ। মাঠের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়েন সাদা-কালো শিবিরের দুই ফুটবলার। বিরতির ঠিক আগে দু' জনের মধ্যে তর্কাতর্কি হয়। পরে দেখা যায় কাসিমভ আর্জেন্টিনার ফুটবলার অ্যালেক্সিজের মুখে হাত দিয়ে তাঁকে ধাক্কা দিচ্ছেন। বিরতির পরে অ্যালেক্সিজকে আর নামাননি মহামেডান স্পোর্টিং কোচ চের্নিশভ। বিরতির সময় অ্যালেক্সিজ ও কাসিমভের মধ্যে তীব্র তর্কাতর্কি হয় বলেই সূত্রের খবর।
মহামেডান স্পোর্টিংয়ের রুশ কোচ দুই ফুটবলারকে মাঠে রাখার সাহস দেখাতে পারেননি। মাঠের ভিতরে কাসিমভ ও অ্যালেক্সিজের মধ্যে ফের ঝামেলা হতেই পারত। সেই আশঙ্কা করেই অ্যালেক্সিজকে তুলে নেওয়া হয়।
কিন্তু চের্নিশভের এহেন সিদ্ধান্ত নিয়ে অনেকেই অসন্তুষ্ট। আর্জেন্টাইন অ্যালেক্সিজ বিপক্ষের পেনাল্টি বক্সে আতঙ্ক তৈরি করতে পারেন। সুযোগ তৈরি করতেও দক্ষ। ৯ জনে নেমে যাওয়া ইস্টবেঙ্গল যখন মরিয়া হয়ে ডিফেন্স করছে, তখন অ্যালেক্সিজকে দরকার ছিল বলে মনে করছেন অনেকেই।
এদিকে অ্যালেক্সিজ সোমবারই ফিরে যাচ্ছেন আর্জেন্টিনায়। বাবা হতে চলেছেন তিনি। সেই কারণেই অ্যালেক্সিজকে ফিরে যেতে হচ্ছে দেশে। ন'জনের ইস্টবেঙ্গলকে সামনে পেয়েও ম্যাচ জিততে না পারায় হতাশ মহামেডান স্পোর্টিং সমর্থকরা। কোচ চের্নিশভকে নিয়ে বাড়ছে অসন্তোষ। এই আবহে মাঠের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়লেন দুই সাদা-কালো ফুটবলার।
