আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের বকখালি, টুরিস্ট স্পট হিসাবে বিখ্যাত এই জায়গা। আর সেই বকখালিতে হঠাৎ করে নদী বাধে ধ্বস,আতঙ্কে ফ্রেজারগঞ্জের মানুষজন। জানা গিয়েছে, গত দু'দিন আগে থেকে শুরু হয়েছে ভাঙন।
যদিও ইতিমধ্যেই প্রশাসন জরুরি ভিত্তিতে কাজে হাতে লাগিয়েছে। পাশেই রয়েছে ইতিহাস বিজরিত ফ্রেজার সাহেবের বাংলো। বাংলোর পাশেই শুরু হয়েছে নদীবাঁধ দেওয়া। কিন্তু প্রশ্ন, ব্রিটিশ আমলে তৈরি ফ্রেজার সাহেবের বাংলো কিছুটা হলেও রক্ষা করা যাবে তো?
দেশ তখনও স্বাধীন হয়নি। এ দেশে রাজত্ব চালাচ্ছে ব্রিটিশরা। সেইসময় ফ্রেজার সাহেব এই বকখালিতে এসেছিলেন। বানিয়েছিলেন থাকার জন্য একটি বাংলো। দেশ পরবর্তীতে স্বাধীন হলেও সেই বাংলো সংস্কারের কোনও দায়িত্ব নেয়নি প্রশাসন। এলাকাবাসীর দাবি, বর্তমানে বাংলোর আর অস্তিত্ব নেই সেইভাবে। জরাজীর্ণ অবস্থা তার, ধীরে ধীরে ভেঙে পড়ছে বাংলো। ঘরের মধ্যে গজিয়ে উঠেছে বড় বড় বট, অশথগাছ। প্রচুর মানুষ এই বাংলো দেখতে আসেন। বকখালিতে এটাও একটা টুরিস্ট স্পট।
এখন বিল্ডিং রক্ষা করা হবে নাকি নদী বাঁধ রক্ষা করে বকখালির মানুষকে বাঁচাবে সরকার সেটাই এখন বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে ফ্রেজার সাহেবের বিল্ডিং ও ফ্রেজারগঞ্জ এর নদী বাঁধ রক্ষার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কাজ শুরু হয়েছে। ভ্রমণ পিয়াসী মানুষের দাবি, এই বাংলোটিকে হেরিটেজ বিল্ডিং এর ঘোষণা করে সংস্কার করা হোক।
