মিল্টন সেন, হুগলি: জগদ্ধাত্রী পুজোতে কুমারী পুজো করলেন মন্ত্রী বেচারাম মান্না। এ দিন ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। পুজো শেষে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। রবিবার সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজো মণ্ডপে কুমারী পুজো শেষে মন্ত্রী বললেন, "অনেকেই বলেছিল উৎসবে সামিল হব না, অথচ দূর্গাপুজোর প্যান্ডেলের পাশে আমরা তাদের চিকেন ললিপপ খেতে দেখেছি"।
এ দিন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে কুমারী পুজো দেন মন্ত্রী এবং তাঁর বিধায়ক স্ত্রী একসঙ্গে। নবমী উপলক্ষে কুমারী পুজো হয় সিঙ্গুরের রতনপুর উদয় সংঘ ক্লাবের ৫০ তম বর্ষের জগদ্ধাত্রী পুজোয়। একমাত্র পুত্র দেবদূত মান্নার পাঠ করা মন্ত্র উচ্চারণ করে কুমারী পুজো করেন স্বস্ত্রীক মন্ত্রী। সংকল্প করে পুষ্পাঞ্জলি দেন কুমারীর চরণে। কুমারীকে পুজোর প্রথমে রজনীগন্ধা, বেলপাতা, জবার মালা পরিয়ে দেন মন্ত্রী বেচারাম মান্না নিজেই। এরপর কুমারীর চরণে বসে ছেলের মন্ত্র উচ্চারনে কুমারীর চরণে পুষ্পাঞ্জলি দেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না। পুজো শেষে কুমারীকে মিষ্টি খাইয়ে প্রণামও করেন তিনি।
