আজকাল ওয়েবডেস্ক: ছেলেমেয়েদের পড়াশোনার বিষয়ে ওয়াকিবহাল কি শুধু তাদের পরিবার? একেবারেই না, খোঁজ রাখে দেশ, এমনকি বিশ্বও। কোন দেশের পড়ুয়ারা পড়াশোনার জন্য কতটা সময় দিচ্ছে, কে দিচ্ছে না, সমীক্ষায় উঠে আসে সব তথ্য। আর সেরকমই এক তথ্য বলছে, ভারতেই রয়েছে বিশ্বের সবচেয়ে পড়ুয়া ছেলেমেয়েরা।

 

ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স একটি তালিকা প্রকাশ করেছে সম্প্রতি, তাতে রয়েছে বিশ্বের দেশগুলির তালিকা, সেই দেশের ছেলেমেয়েদের পড়াশোনার উপর ভিত্তি করে। অর্থাৎ ওই তালিকা বলছে, কোন দেশের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি পড়ুয়া, কাদের অধ্যাবসায় বেশি। সেখানে উল্লেখ রয়েছে দিনের মধ্যে তাদের গড় পড়াশোনার সময়ও। অনেকেই মনে করেন, পড়াশোনার বিষয়ে মূলত শীর্ষে রয়েছে পশ্চিমের দেশগুলি। কিন্তু ওই সংস্থার সমীক্ষা কি বলছে জানেন? তাদের সমীক্ষা বলছে, বিশ্বের যে দেশগুলিকে পড়াশোনার বিচারে খুব একটা গুরুত্ব দেয় না পশ্চিমের প্রথম সারির দেশগুলি, তালিকায় প্রথম দিকে তারাই। অর্থাৎ ব্রিটেন, আমেরিকা নয়, অন্যান্য দেশ অনেক এগিয়ে। 

 

 

সমীক্ষা বলছে, পড়াশোনার বিচারে তালিকায় একেবারে শীর্ষে নাম ভারতের। অর্থাৎ এই ক্ষেত্রে ভারত পিছনে ফেলছে বহু দেশকে। কারণ হিসেবে বলা হয়েছে, ভারতীয় ছেলে মেয়েরা শৈশবে পড়াশোনাকেই গুরুত্ব দেয় বেশি। ভারতীয় ছেলেমেয়েরা দিনে গড়ে ১০.৪২ ঘণ্টা পড়াশোনা করে। 

 

 

তালিকায় দ্বিতীয় নাম থাইল্যান্ড। ভারতের পরেই এই দেশের নাম। ৯.২৪ ঘণ্টা গড়ে পড়াশোনা করে ওই দেশের ছেলেমেয়েরা। অন্যদিকে সবথেকে বেশি জনসংখ্যার দেশ চিন, পড়াশোনার বিষয়ে তৃতীয় স্থানে। সেখানকার ছেলেমেয়েরা দিনে গড়ে ৮ঘণ্টা পড়াশোনা করে। ৭.৩৬ ঘণ্টা, দিনে গড়ে এই সময় পড়াশোনার জন্য ব্যয় করে ফিলিপিন্সের ছেলেমেয়েরা। পঞ্চম স্থানে মিশর।