আজকাল ওয়েবডেস্ক: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফি। অজিদের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হলেও ম্যাচের দিকে চোখ থাকবে গোটা ক্রিকেট বিশ্বের। ক্রিকেট বিশ্বের মতে, বর্তমানে টেস্ট ক্রিকেটে দুটি সিরিজই আছে যেখান থেকে চোখ ফেরানো মুশকিল। বর্ডার গাভাসকার ট্রফি এবং অ্যাশেজ। কিন্তু দুটি সিরিজের মধ্যে এগিয়ে কে? ১৮৮২ সালে শুরু হয়েছিল ক্রিকেটের অন্যতম রাইভ্যালরি অ্যাশেজ।

 

 

অন্যদিকে, তার ১০০ বছরেরও বেশি পর ১৯৯৬ সালে শুরু হয় বিজিটি। কিন্তু দেরিতে শুরু হলেও বিজিটি বিখ্যাত হয়ে উঠেছে খুব তাড়াতাড়ি। ১৯৯৬ সাল থেকে তুলনা শুরু হলে অ্যাশেজ সিরিজ হয়েছে ১৫টি। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে আটটি, ইংল্যান্ড জিতেছে পাঁচটি. ড্র হয়েছে দুটি। আবার বিজিটিতে কার্যত আধিপত্য বজায় রেখেছে ভারত। ১৬টি সিরিজের মধ্যে ভারত জিতেছে দশটি, অস্ট্রেলিয়া জিতেছে পাঁচটি, ড্র হয়েছে একটি। অ্যাশেজের ১৪২ বছরের ইতিহাসে ম্যাচ হয়েছে মোট ৩৪৫টি। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৪২টি, ইংল্যান্ড জিতেছে ১১০টি। বিজিটিতে ৫৬ টেস্টের মধ্যে ভারত জিতেছে ২৪টি, অস্ট্রেলিয়া জিতেছে ২০টি। 

 

 

তবে সাম্প্রতিক কালে বিশেষত গত দুটি অস্ট্রেলিয়া সফরে সিরিজ জিতে নজর কেড়েছে ভারত। শেষ পাঁচ সিরিজের মধ্যে দেখতে গেলে অ্যাশেজে এগিয়ে অস্ট্রেলিয়া, আবার বিজিটিতে অনেক এগিয়ে ভারত। শেষবার ২০১৫ সালে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। তারপর থেকে দুটি জিতেছে অজিরা, বাকি দুটি ড্র হয়েছে। ২০১৫ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে বিজিটি জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে টানা চার বিজিটি সিরিজ এসেছে ভারতের কাছেই। এবারেও জেতার লক্ষ্যেই নামবেন রোহিত শর্মারা।