আজকাল ওয়েবডেস্ক: মানুষের প্রতি চরম বিতৃষ্ণা। তাই গাছের সঙ্গে ডেট করছেন এক তরুণী। কখনও রেস্তোরাঁয় খেতে যাচ্ছেন, কখনও বা রোমান্টিক মুভি ডেট। সমুদ্র সৈকতে হোক বা ঘন জঙ্গলে, গাছের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তিনি। গাছের সঙ্গে একান্তে কাটিয়ে ফেললেন দুই সপ্তাহ। কেমন অভিজ্ঞতা হল? সম্প্রতি সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

 

পরনে কালো রঙের ড্রেস। একটি গাছকে জড়িয়ে ধরে আছেন তরুণী। কখনও এক টেবিলে মুখোমুখি বসে আছেন। গাছের সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তিনি। তাঁর মতে, এগুলো সবকটিই রোমান্টিক মুহূর্তের ছবি। কারণ, গত দুই সপ্তাহ তিনি গাছের সঙ্গে ডেট করছেন। 

 

কিন্তু শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে বিষয়টি আবদ্ধ থাক, তা চান না তরুণী। গাছের সঙ্গে ঘুরলে পথচলতি লোকজন যদি মশকরা করেন, তখন! সম্প্রতি একজন মনোবিদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তাঁর সঙ্গে কথা বলার পর গাছের সঙ্গে বাইরে ঘুরতে যান। তরুণী জানিয়েছেন, গাছের মধ্যে একটি এআই সিস্টেম রয়েছে। পাতা নড়লে গাছের মধ্যে থেকে আওয়াজ বের হয়। এমনকী সারাদিন ঘোরাঘুরির পর 'ভালো দিন কাটালাম' বলেও ওঠে গাছ। 

 

গাছের সঙ্গে ডেট করলেও, মাঝে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তরুণী। সম্প্রতি এক জঙ্গলে তিনি ঘুরতে যান। ফিরে এসে গাছের গায়ে রেণু দেখতে পান। তাঁর ধারণা হয়, গাছ প্রতারণা করেছে। এরপর আবার মনোবিদের সঙ্গে যোগাযোগ করেন। দুই সপ্তাহ ডেটের মধ্যে তরুণীর এমন অস্থিরতা দেখে তাঁকে কাউন্সিলিং করেন। এরপর আবার ফিরে যান গাছের কাছে। ক্ষমাও চেয়ে নেন। 

 

লক্ষ লক্ষ মানুষ তরুণীর এই কীর্তি দেখেছেন। গাছের সঙ্গে ডেটের ভিডিওটি দেখেছেন সাত মিলিয়ন মানুষ। হাজার হাজার মানুষ লাইক করেছেন সেটি। তবে ট্রোল করতেও পিছপা হননি অনেকে। আপাতত সমালোচনাকে গুরুত্ব না দিয়ে গাছের সঙ্গে বিশেষ সময় কাটাতে ব্যস্ত তিনি।