সংবাদসংস্থা মুম্বই: বলিউডে তিনি কাটিয়ে ফেলেছেন বহু বছর। প্রেম থেকে অ্যাকশনে দর্শকের মন কেড়েছেন অভিনেতা রণবীর কাপুর। ২০০৭ সালে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত 'সাওয়ারিয়া'র মাধ্যমে রণবীর অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
মুক্তির পর ছবিটি দারুণ সাফল্য পায়। কিন্তু এই ছবির আড়ালে থাকা সত্যি সবার সামনে ফাঁস করলেন রণবীর নিজেই। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ছবির সেটে পরিচালকের কাছে তিনি নাকি অত্যাচারিত হতেন।
রণবীরের কথায়, "প্রতিদিন আমার খুঁতগুলো খুঁজে বের করে একপ্রকার অত্যাচার করা হয় আমার উপর। একটা সময় পরে বিষয়টা এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে আমি সেই নির্যাতন সহ্য করতে পারতাম না। এবং একটা সময় সিনেমাটি ছেড়ে দিতেও চেয়েছিলাম। আমার মনে হয় আমি খুব সংবেদনশীল এবং আবেগপ্রবণ। তাই সেই সময় এই সবকিছুতে মনে খুব আঘাত লাগত।"
অভিনেতা আরও বলেন, "আমি এতদিন সব ধরনের চরিত্রে অভিনয় করেছি, সবই সেই অভিজ্ঞতা থেকে। সঞ্জয় লীলা বনশালির কাছ থেকে অনেককিছু শিখেছি। তিনি একজন সত্যিকারের শিক্ষক ছিলেন। তিনি আমাকে অভিনয় থেকে আবেগ, এমনকী খুব ছোট ছোট বিষয় শিখিয়েছিলেন যা একজন ভাল অভিনেতা হওয়ার জন্য প্রয়োজন।"
প্রসঙ্গত, আগামীতে সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর। আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে আসছে অ্যাকশন ড্রামা ঘরানার ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'।
