আজকাল ওয়েবডেস্ক: নভেম্বর মাসেও বৃষ্টি থেকে নিস্তার নেই। আজ, রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমী। আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে আবারও বাংলায় হাওয়া বদল হবে। চলতি মাসের মাঝামাঝি সময়েই শীতের আমেজ পাওয়া যাবে জেলায় জেলায়। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার ও সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমী ও দশমীর দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।উপকূলের জেলাতে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দুই এক জায়গায় হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। ওই জেলাগুলিতে বৃষ্টি হবে না।

 

উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবার এই দুই জেলার সঙ্গে জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শুধু দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেই বৃষ্টি হতে পারে। 

 

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বাংলায় হাওয়া বদল হবে।তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে পারে। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা রয়েছে। ১৫ নভেম্বর থেকে বইবে উত্তুরে হাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।