নিজস্ব সংবাদদাতা: প্রকাশিত হল শরীরচর্চার উপর আনকোরা একটি নতুন বই। সে বইপ্রকাশ অনুষ্ঠানের সুবাদে বহু বছর পর কলকাতায় সোহা আলি খান পতৌদি। কলকাতায় এলেই প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে আজও ভীষণ মনে পড়ে তাঁর, নিজেই জানালেন এই বলি-অভিনেত্রী। 

 

গত শনিবার দক্ষিণ কলকাতার এক অভিজাত রেস্তরাঁয় আয়োজিত হয়েছিল ওই বইপ্রকাশ অনুষ্ঠান।সেখানেই বিশেষ অতিথি হিসাবে দেখা গেল শর্মিলা-কন্যাকে। বাংলা ছবিতে কি ফের কাজ করার ভাবনা-চিন্তা রয়েছে সোহার? সে জবাব দেওয়ার পাশাপাশি শরীরচর্চা নিয়ে সকলের উদ্দেশ্যে একটি বার্তাও দিলেন তিনি। বার্তা না বলে যাকে অনুরোধ বলাই ভাল।

বরাবর স্বাস্থ্য নিয়ে সচেতন সোহা আলি খান পতৌদি। কীভাবে নিজেকে ফিট রাখতে হয় তা নিয়ে কলকাতায় এসে কথা বলার পাশাপাশি মা শর্মিলা ঠাকুরের এবং নিজের নতুন কাজ নিয়েও কথা বলতে‌ শোনা গেল তাঁকে। বাংলা ছবি 'ইতি শ্রীকান্ত' দিয়ে যাঁর অভিনয় শুরু, সেই তাঁকে টলিউডের ছবিতে ফের কবে দেখতে পাবেন বাংলা ছবির দর্শক? প্রশ্নের উত্তরে সোহা বলেন, "আজই যখন কলকাতায় পা রাখলাম, মনে পড়ছিল 'অন্তরমহল'-এর শুটিংয়ে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাটানো সময়ের কথা। বাংলা ছবি মানেই এককথায় ভাল ভাল কাজ, দারুণ পরিচালকেরা। তাই তেমন প্রস্তাব যদি আসে, নিশ্চয়ই করব"। আরও জানালেন, ইতিমধ্যেই তিনি দেখে ফেলেছেন শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি 'পুরাতন'। 

মায়ের কথা বলার পাশাপাশি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয়ের ভূয়সী প্রশংসা শোনা গেল অভিনেত্রীর মুখে। 

 

সোহার কথায় উঠে এলো বাংলার মিষ্টির কথাও। যদিও মাত্র কয়েক ঘণ্টার জন্য কলকাতায় আসা, তবে তার মধ্যেও বাড়ির জন্য মিষ্টি দই এবং রসগোল্লা নিয়ে যেতে তিনি যে ভুলবেন না, তা স্পষ্ট করে জানিয়ে দিলেন সোহা। কথাশেষে মহিলাদের ফিট থাকার বার্তা যেমন দিলেন তেমনই ছোট থেকেই প্রত্যেক শিশুকে পড়াশোনা করিয়ে স্বনির্ভর হওয়ার পথ যেন দেখিয়ে দেওয়া হয়, সেই অনুরোধও জানালেন তিনি। তবে শুধুমাত্র বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষেরা নয়, প্রত্যেকেই যেন স্বাস্থ্য সচেতন হন, সেকথাও বারবার উঠে এল শর্মিলা-কন্যার মুখে।