আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন নাথান ম্যাকসুইনি। ২২ নভেম্বর পারথে শুরু প্রথম টেস্ট। ১৩ সদস্যের স্কোয়াডে জশ ইংলিসের অন্তর্ভুক্তি অনেকের মনেই বিস্ময়ের উদ্রেক করেছে। ডেভিড ওয়ার্নারের অবসর গ্রহণের পরে অস্ট্রেলিয়া উসমান খোয়াজার সঙ্গীর খোঁজে ছিল। স্টিভ স্মিথ কয়েকদিন ওপেনারের ভূমিকা পালন করেছিলেন। কিন্তু স্মিথ আবার তাঁর পুরনো জায়গায় ফিরে যাবেন। মারনাস লাবুশানের পরেই ব্যাট করতে নামবেন স্মিথ। ওপেনার হিসেবে স্মিথের পারফরম্যান্স সন্তোষজনক নয়।

ওপেনিং পজিশনের জন্য দক্ষিণ অস্ট্রেলিয়ার অধিনায়ক ২৫ বছর বয়সি নাথান ম্যাকসুইনিকে বেছে নেওয়া হল। এখনও পর্যন্ত টেস্টে অভিষেক হয়নি তাঁর। ঘরোয়া মরশুমে ভাল পারফরম্যান্স করেছেন ম্যাকসুইনি। ভারত এ-র বিরুদ্ধে ভাল খেলেছেন তিনি।

ওপেনিং পজিশনের জন্য লড়াইয়ে ছিলেন মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যাংক্রফট এবং স্যাম কনস্ট্যাস। কিন্তু অস্ট্রেলিয়া এ দলের হয়ে ম্যাকসুইনির অপরাজিত ৮৮ তাঁর জায়গা নিশ্চিত করে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ম্যাকসুইনিকে ওপেন করার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু ১৪ ও ২৫ রান করেন তিনি। কিন্তু নির্বাচকরা তাঁকেই পছন্দ করেন।

জশ ইংলিসের অন্তর্ভুক্তিও অপ্রত্যাশিত। সাদা বলের ক্রিকেটে তিনি পরিচিত নাম। সম্প্রতি পারথে ইংলিস দুটো সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার চিফ সিলেক্টর জর্জ বেইলি জানান সাম্প্রতিক ফর্মের বিচারেই  বেইলিকে দলে নেওয়া হয়েছে। 

অস্ট্রেলিয়ার ঘোষিত টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মারনাস লাবুশানে, নাথান লিয়ঁ, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।