বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | তৃণমূল কর্মী খুনের প্রায় একমাস পর উত্তপ্ত সালার, বাড়ি ভাঙচুর থেকে দেদার লুঠপাট

Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ২১ : ১৫Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সালারে এক তৃণমূল কর্মী খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে লুঠপাট চালানো হল। অভিযুক্তদের পোল্ট্রি ফার্ম ভেঙে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সালার থানার মালিহাটি-হাজিমপাড়া এলাকায়। 

 

গত ১৪ অক্টোবর পঞ্চায়েত অফিস বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী রউফ আলি নামে এক ব্যক্তিকে খুন করার চেষ্টা করে। এই ঘটনায় রউফ আলির কাকার মৃত্যু হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাজেন শেখ, তাজেম শেখ, মাসুম শেখ সহ আরও বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে সালার থানাতে অভিযোগ দায়ের হয়। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগ অভিযুক্তই বর্তমানে গ্রামছাড়া রয়েছে। 

 

অভিযোগ উঠেছে, শুক্রবার রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযুক্তদের বাড়ি থেকে লুঠ করা হয় নগদ টাকা, সোনার গয়না। এর পাশাপাশি ভেঙে তছনছ করে দেওয়া হয় অভিযুক্তদের একটি পোল্ট্রি ফার্ম। 

 

হাসিনা বিবি নামে এক মহিলা অভিযোগ করেন, 'খুনের ঘটনার আমাদের পরিবারের লোকেদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে তারা আর বাড়িতে নেই। কিন্তু কিছু দুষ্কৃতী গত ২০ দিন ধরে নিয়মিত আমাদেরকে হুমকি দিচ্ছে। মাঝেমধ্যেই আমাদের বাড়িতে হামলা হচ্ছে।' 

 

তিনি বলেন, 'রউফের দুষ্কৃতীরা আমাদেরকে হুমকি দিয়েছে, পুলিশে অভিযোগ জানালে বাড়ির প্রত্যেক সদস্যকে খুন করা হবে। তাই আমরা থানাতেও অভিযোগ জানাতে যেতে পারছি না। গতকালকে রাতের বেলায় কিছু দুষ্কৃতী এসে আমাদের ৭-৮ বাড়ি লুঠ করার পর পোল্ট্রি ফার্ম এবং সেখানে থাকা সমস্ত জিনিস অবাধে লুঠ করে নিয়ে চলে গেছে। এবার আমরা পুলিশে অভিযোগ জানাব।' 

 

হাসিনা বিবি নামে অপর এক মহিলা অভিযোগ করেন, 'রউফের দুষ্কৃতীরা আমার বাড়িতে হামলা চালিয়ে দুই ভরি সোনার গয়না, ৩০ হাজার টাকা লুঠ করে নিয়ে গেছে। এর পাশাপাশি আমার বাড়ির সমস্ত জিনিস তারা ভেঙে দিয়ে গেছে।' 

 

যদিও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে রউফ আলি বলেন, 'রাজেন, তাজেম এবং আরও কিছু দুষ্কৃতী আমাকে খুন করার পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের হামলাতে আমার কাকার মৃত্যু হয়। আমি কারও বাড়িতে ভাঙচুর চালাইনি। খুনের ঘটনার এতদিন পর হঠাৎ করে কেন অভিযুক্তরা তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলছে তা আমার জানা নেই। পুলিশ প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।' 

 

অন্যদিকে একাধিক বাড়িতে ভাঙচুর এবং লুঠপাটের ঘটনার পর শনিবার সকাল থেকে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি রেজাউল শেখ বলেন, 'এই ঘটনায় তৃণমূলের কোনও ইন্ধন নেই। পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।' 


#Murshidabad# Crime News# West Bengal



বিশেষ খবর

নানান খবর

Indian Navyday Day 2024 #IndianNavyDay #NavyDay #IndianNavy #Navy #IndianArmedForces

নানান খবর

ভিনরাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে সীমান্তে কৃষি বিপণন মন্ত্রীর তদারকি...

শিশুর মুখের টাগরা ভেদ করে ঢুকে গেল রড, জটিল অস্ত্রোপচারে প্রাণরক্ষা ...

কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের আক্রমণ, গুরুতর আহত যুবক, মাথায় হাত পরিবারের ...

আগুনে পুড়ে ছাই কারখানা, প্রায় ২০০০ কর্মীর কাজ চলে যাওয়ার আশঙ্কা ...

ফুল তোলাকে কেন্দ্র করে বিবাদ, মুর্শিদাবাদে পিটিয়ে খুন যুবককে ...

বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...

আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...

'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...

আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...

ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...

পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...

বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ  ...

মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...

তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...

ঝাল অথচ ঝাল নয়! 'চিলি‌ রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...



সোশ্যাল মিডিয়া



11 24