আজকাল ওয়েবডেস্ক: গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এক মত্ত বাইক আরোহী। এরপর ধাক্কা মারতে থাকেন একের পর এক গাড়িতে। এর জেরে প্রাণ গেল এক মহিলার। ঘটনাটি ঘটেছে হাওড়ার বিষ্ণুপুরে। 

 

 

ঘটনাটি ঘটে শনিবার পীরখালিতে। মৃত মহিলার নাম কাজলবালা বাগ। তাঁর বাড়ি বিষ্ণুপুর থানার জুলপিয়া গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় বাইক চালক আহত। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দ্রুত গতিতে আমতলা গামী একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে একটি গাছে, তারপর রাস্তায় দাঁড়িয়ে থাকা এক মহিলাকে ধাক্কা মারার পর,নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মারে। এতেই শেষ নয়, এরপর দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে, বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসক তাঁকে কলকাতায় স্থানান্তরিত করে। 

 

 

 

আহত বাইক চালক পার্থ নাড়ু বিষ্ণুপুর থানার নেপালগঞ্জের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটে, বারুইপুর আমতলা রোডের পীরখালি এলাকায়। রাস্তার দুই ধারে ইমারতি দ্রব্য থাকায় ক্ষোভ এলাকাবাসীর, অভিযোগ রাস্তার দুই ধারে ফুটপাত দখল করে ইট বালি পড়ে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। মৃত মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বিষ্ণুপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ বাইক চালক মত্ত অবস্থায় ছিল। ঘাতক বাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

 

 

 

জুলিপিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব মন্ডল জানান, দ্রুত গতিতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে একটি গাছে তারপরেই গাছের ধারেই এক মহিলাকে ধাক্কা মেরে বেশ কিছু একটা দূরে ছিটকে পড়েন ওই মহিলা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরে আরও দুটি গাড়িতে ধাক্কা মেরে পড়ে যান ওই বাইক আরোহী।