আজকাল ওয়েবডেস্ক: ৫০০ টাকার নোট দেখতে একদম হুবহু এক। দেখলে বোঝার উপায় নেই কোনটা আসল, কোনটা নকল। সেই জাল নোট তৈরির র‍্যাকেট এবার ধরল পুলিশ। পেশায় তারা মিনারেল ওয়াটারের বিজ্ঞাপন ছাপত। আর লুকিয়ে চলত এসব কাজ। জানা গিয়েছে, ৩০ হাজার টাকার ডামি নোট উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। 

 

 

সোনভদ্র জেলায় জাল নোট তৈরির র‌্যাকেট চালানোর জন্য গ্রেফতার করা হয়েছে দুইজনকে। দুইজনের নাম সতীশ রাই এবং প্রমোদ মিশ্র। পুলিশ জানিয়েছে, কম্পিউটার প্রিন্টারে ১০ টাকার স্ট্যাম্প পেপারে ৫০০ টাকার জাল নোট ছাপত এই দুষ্কৃতীরা। জেরায় তারা স্বীকার করেছে স্ট্যাম্প পেপার কেনা হয়েছিল মির্জাপুর থেকে। 

 

 

ঠিক কী ভাবে ধরা গিয়েছিল এই জাল নোটের র‍্যাকেটকে? পুলিশ জানিয়েছে, ধৃতেরা সেখানকার রামগড় বাজারে ১০ হাজার টাকা দিয়ে জিনিস কিনতে এসেছিল। টাকায় সমস্ত ক্রমিক সংখ্যা একই ছিল। তা দেখেই সন্দেহ দানা বাঁধে পুলিশের। গ্রেপ্তার করা হয় তাদের। 

 

 

সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার কালু সিং জানিয়েছেন, ৫০০ টাকার মোট ২০ টা জাল নোট উদ্ধার হয়েছে। নোট দেখতে একেবারেই আসল নোটের মত ছিল। কিছুই বোঝার উপায় নেই। খুঁটিয়ে নোটের নম্বর না দেখলে কিছু ধরার জায়গা নেই। 

 

 

 

সূত্রের খবর, অভিযুক্তদের পেশা ছিল মিনারেল ওয়াটারের বিজ্ঞাপন ছাপানো। আর আড়ালে চলত এই দু'নম্বরি ব্যবসা। পুলিশি জেরায় তারা জানিয়েছে, তারা এই জাল নোট বানানো ইউটিউব দেখে শিখেছে। 

 

 

 

শুধু জাল নোটই নয়, এ ছাড়াও, পুলিশ অভিযুক্তদের কাছ থেকে একটি অল্টো গাড়ি, নোট ছাপার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার এবং ২৭টি স্ট্যাম্প পেপার বাজেয়াপ্ত করেছে। এই সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশের পুলিশ।