অতীশ সেন, ডুয়ার্স: মাদারিহাট বিধানসভা উপ-নির্বাচনে বানারহাট ব্লকের বিশেষ ভাবে সক্ষম এবং বয়স্ক ভোটারদের ভোটগ্রহণ শুরু হল। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া ১ এবং বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত দুটি আলিপুরদুয়ার লোকসভা ও মাদারিহাট বিধানসভার অন্তর্গত। শুক্রবার নির্বাচন কমিশনের একটি ভ্রাম্যমাণ দল কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে এই দুই পঞ্চায়েত এলাকার বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি গিয়ে ভোট সংগ্রহের কাজ শুরু করেন। ভোট দেওয়ার সময় সেই বাড়িতে বহিরাগত কেউ যাতে প্রবেশ করতে না পারে এবং শান্তিপূর্ণ ভাবে গোপনীয়তা বজায় রেখে ভোটারেরা যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ প্রশাসনের এবং নির্বাচন কমিশনের কর্মীরা যথেষ্ট তৎপর ছিলেন। কড়া নিরাপত্তার চাদরে ভোটারদের বাড়ির চারপাশ মুড়ে ফেলা হয়। 

 

 

নির্বাচনী পর্যবেক্ষক স্নেহা পাল জানিয়েছেন, সাঁকোয়াঝোড়া ১ এবং বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮০ বছরের বেশি বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ৪৯ জন ভোটার রয়েছেন। এদের আলাদা তালিকা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের বেশ কয়েকটি দল এই সমস্ত ভোটারদের বাড়ি গিয়ে হোম ভোটিং এর ব্যবস্থা করেছে। এদিনই প্রথম ভোটগ্রহণ করার কাজ শুরু হল। নিরাপত্তার পাশাপাশি গোপনীয়তা বজায় রেখে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ভোট গ্রহণ করার কাজ করা হচ্ছে বলে তিনি জানান।