আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ছট পুজো দিতে গিয়ে ভক্তরা যমুনা নদীতে বিষাক্ত ফেনার মধ্যে স্নান করছেন এবং মাথায় ফেনা মাখছেন। তারা মনে করছেন এটি শ্যাম্পু। সেই মনে করে তারা মনের আনন্দে নদীর জলে স্নান করছেন। এই ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার হওয়ার পর ব্যাপক আলোচনার তৈরি হয়েছে।
ছবিতে দেখা গিয়েছে ভক্তরা যমুনা নদীতে প্রার্থনা নিবেদন করছেন, যদিও নদীর উপর বিশাল একটি বিষাক্ত ফেনার স্তর জমে রয়েছে। বিশেষভাবে দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় যমুনার উপর এই বিষাক্ত ফেনার উপস্থিতি দেখা যায়। সেই ফেনাকেই শ্যাম্পু মনে করে ভক্তরা স্নান করছেন। যমুনার জলদূষণ তাদের যে কতবড় ক্ষতি করছে তা বুঝতেই পারলেন না ভক্তরা। নদীর উপর জমে থাকা বিষাক্ত ফেনা তাদের স্বাস্থ্যের অবনতির পিছনে কতটা দায়ী হতে পারে সেটা জানার পর তারা রীতিমতো অবাক।
পরিবেশ দূষণের এই দৃশ্য খুবই উদ্বেগজনক। এটি ভক্তদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে বলেই মনে করছেন চিকিৎসকরা। এই বিষাক্ত ফেনা দিয়ে ভক্তদের স্নানদৃশ্য দেখে শিউরে উঠেছেন পরিবেশবিদরাও।
ছট পুজো উপলক্ষ্যে ঘাট পরিষ্কারের দাবিতে এক দল ভক্ত জানান, ছট পুজোর জন্য ঘাট পরিষ্কারের ব্যবস্থা হোক। যদি সেটা না হয় তাহলে আমরা নিজেরাই এসে ঘাট পরিষ্কার করে দেব। গোটা দেশেই পালিত হয় ছট পুজো। এই পুজোর পরিপ্রেক্ষিতে ঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেখানে লাখ লাখ ভক্ত স্নান করতে আসেন। সেখানে যমুনার জলের এহেন দূষণ যেন নতুন উদ্বেগ বাড়িয়ে দিল সকলের মধ্যে।
