আজকাল ওয়েবডেস্ক: ভারতে কাজ খুঁজতে এসে অবৈধভাবে সীমান্ত পার হয়ে মুর্শিদাবাদে বিএসএফের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক। শুক্রবার সকালে ওই বাংলাদেশি নাগরিককে রঘুনাথগঞ্জ থানার হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম হাবিব আলি। ধৃতের বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্ট সহ আরও কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
শুক্রবার তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে পদ্মা নদী পেরিয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দিকে আসার চেষ্টা করছিল বছর পঁচিশের হাবিব। সেই সময় বাহুড়া ক্যাম্পের বিএসএফের টহলধারি জওয়ানদের নজরে পড়ে গেলে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছেন, ঝাঁসু নামে এক দালালের হাত ধরে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল হাবিব। বিএসএফের হাতে গ্রেপ্তার হলে বাকিরা আবার বাংলাদেশে ফিরে যায়।
যুবকের দাবি, সাম্প্রতিককালে বাংলাদেশে অশান্তির ঘটনার পর সেখানে কাজের সুযোগ একদমই কমে গেছে। অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাজমিস্ত্রি হিসেবে কাজ করার জন্য দক্ষিণ ভারতের একটি রাজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল সে। জেরায় জানা গিয়েছে, যুবকের পরিচিত ১০০ জনের বেশি বাংলাদেশি নাগরিক ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দক্ষিণ ভারতে। ধৃত পুলিশকে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে ঢোকার পরিকল্পনা করেছে।
