শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | জেলা সভাপতি ও পুর চেয়ারম্যান পদে বদল আনতে চলেছে তৃণমূল, অপেক্ষা মমতার সবুজ সঙ্কেতের

Kaushik Roy | ০৭ নভেম্বর ২০২৪ ২০ : ০৭Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: আনুগত্য নয়। দলে পারফরম্যান্সই চূড়ান্ত। যার জেরে রাজ্য জুড়ে বদল হতে পারে তৃণমূল জেলা সভাপতি ও পুর চেয়ারম্যান পদে। বৃহস্পতিবার নিজের জন্মদিনের দিন অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার পর এই বার্তাই পাওয়া গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির থেকে।  তিনি জানিয়েছেন, এই মুহূর্তে কলকাতা বাদে গোটা বাংলা জুড়ে বেশ কিছু জায়গায় পুর চেয়ারম্যান পদে বদল আনা হবে। বদল করা হবে জেলা সভাপতি পদেও। গোটাটাই হবে তাঁদের কাজ বা পারফর্মেন্সের ভিত্তিতে। এবিষয়ে  তিনি তাঁর সুপারিশের তালিকা পাঠিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে। নেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 

 

 

প্রায় দু'বছর জেল হেফাজতে থাকার পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। জেলা সভাপতি পদে দায়িত্ব সামাল দিচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে দলীয় কাজকর্ম চালাতে বীরভূমে দলের তরফে তৈরি করা হয়েছিল কোর কমিটি। অনুব্রত ফিরে আসার পরেও এখনও সেই কমিটি রেখে দেওয়া হয়েছে। এদিন অভিষেক বলেন, এবছর লোকসভা নির্বাচনে বীরভূমে যেহেতু কোর কমিটির নেতৃত্বে দল ভালো ফল করেছে তাই এই কমিটি রেখে দেওয়া উচিত বলেই তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। প্রাথমিক থেকে শীর্ষ, দলে মজবুত সংগঠন নিয়ে বরাবর জোর দিয়েছেন অভিষেক। গত ২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েও তিনি সেই বিষয়টি তুলেছিলেন। জানিয়েছিলেন, তিন মাসের মধ্যে পারফর্মেন্সের ভিত্তিতে প্রশাসনিক পদে এবং দলীয় স্তরে বেশ কিছু বদল আনা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে 'নবজোয়ার' কর্মসূচির মাধ্যমে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গোটা রাজ্য জুড়ে ঘুরেছেন অভিষেক।

 

 

জায়গায় জায়গায় প্রার্থী নিয়ে আলোচনার পাশাপাশি সংগঠন নিয়ে আলোচনা করেছেন স্থানীয় নেতৃত্বের সঙ্গে। খুটিয়ে খুটিয়ে জানতে চেয়েছেন জেলার সংগঠন নিয়ে। যার অর্থ সংগঠনকে আরও মজবুত করে গড়ে তোলা। বিভিন্ন পঞ্চায়েতে প্রার্থী হিসেবে তুলে এনেছেন নতুন মুখ। নির্বাচনের পর দলের তরফে বদল করা হয়েছে প্রধান বা উপপ্রধান পদেও। সর্বভারতীয় সাধারণ সম্পাদক জোর দিয়েছেন সরকারি কাজে আরও গতি বাড়াতেও। স্থানীয় স্তরে কর্মীদের পরামর্শ দিয়েছেন জনগণের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ বাড়িয়ে তুলতে। 

 

 

আরজি কর-এর ঘটনার পর রাজ্য জুড়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। জুনিয়র ডাক্তারদের ধর্না কর্মসূচি তুলতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ছুটে গিয়েছিলেন তাঁদের কাছে। তাঁদের এই আন্দোলনের পিছনে বাম বা অতিবাম শিবিরের ভূমিকা তুলে একের পর এক কটাক্ষ ভেসে এসেছে শাসক শিবিরের থেকে। এদিন অভিষেক বলেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বামেরা যে ভূমিকা পালন করেছে তাতে তাঁদের ফল ২০২৬ সালের বিধানসভা ভোটে আরও খারাপ হবে।


#Abhishek Banerjee#Mamata Banerjee#West Bengal News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...

বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......

ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...



সোশ্যাল মিডিয়া



11 24