আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে আসতে চলেছেন ট্রাম্প। আর ট্রাম্প জিততেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং মহেন্দ্র সিং ধোনি।
ট্রাম্পের জয়ের জন্য কৃতিত্ব দেওয়া হচ্ছে ধোনিকে! সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, ‘থালা ফর আ রিজন’। এটা ঘটনা, ভারত অধিনায়ক হিসেবে তিনবার আইসিসি টুর্নামেন্ট জিতেছেন ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তাঁর নেতৃত্বে চেন্নাই জিতেছে পাঁচবার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে এখনও আছেন ধোনি। আর ধোনির জার্সি নম্বর নিয়ে ফ্যানরা অনেক সময়ই মজা করেন। আর এবার ট্রাম্পের জয়ের কৃতিত্বও দেওয়া হচ্ছে ধোনিকে!
আর ট্রাম্প জিততেই সাত নম্বর ফের চর্চায়। কারণ ট্রাম্পের ক্রিকেট প্রেম অজানা নয়। ট্রাম্প যখন ভারত সফরে এসেছিলেন, তাঁর মুখে শচীন, কোহলির কথা শোনা গিয়েছিল। আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর প্রাক্তন ক্রিকেটারের অনেকেই গলফ খেলায় মেতে ওঠেন। তালিকায় কপিল থেকে ধোনি অনেকেই আছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে ইউএস ওপেনের সময় আমেরিকায় গিয়েছিলেন ধোনি। তখন ট্রাম্পের সঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছিল ধোনিকে। দু’জনে একসঙ্গে ছবিও তুলেছিলেন। আর ট্রাম্প প্রেসিডেন্ট ভোটে জিততেই সেই ছবি আবার ভাইরাল হয়েছে। সঙ্গে তাঁর জয়ের কৃতিত্ব দেওয়া হয়েছে সাত নম্বর জার্সির ধোনিকে। যদিও সবটাই মজার ছলে।
ট্রাম্প জিততেই থালা ফর আ রিজন দিয়ে সেই ছবি পোস্ট করছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সঙ্গে সেই ডোনাল্ড ট্রাম্প ও মহেন্দ্র সিং ধোনির এক ফ্রেমে ছবি।
