আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাটিতে পাঁচ টেস্টে ব্যর্থতার খেসারত দিতে হল বিরাট কোহলিকে। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে আট ধাপ নীচে নেমে গেলেন তারকা ক্রিকেটার। বর্তমান ক্রমতালিকায় ২২ নম্বরে রয়েছেন বিরাট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ছন্দে না থাকা পাকিস্তানের দুই ব্যাটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের পেছনে তিনি। ১৭ নম্বরে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। রিজওয়ানের ব়্যাঙ্কিং ২২। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে জঘন্য ফর্মের জন্য পিছিয়ে পড়লেন কোহলি। ছয় ইনিংসে তাঁর স্কোর ০, ৭০, ১, ১৭, ৪, ১। তারকা ক্রিকেটারের ব্যর্থতা কিউয়িদের কাছে সিরিজ হারের অন্যতম কারণ।
আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন কোহলি। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে সফল হন তিনি। অজিদের বোলিং আক্রমণ সামলাতে অতীতে বিরাটের অভিজ্ঞতা এবং আগ্রাসন কাজে লেগেছে। তবে আবার নিজেকে পুনরুদ্ধার করতে হবে কোহলিকে। বর্তমান ফর্মের বিচারে খুব একটা আশা দেখছেন না প্রাক্তনরা। বিরাটের ব়্যাঙ্কিং নিম্নমুখী হলেও, এগিয়েছেন ঋষভ পন্থ। ছয় নম্বরে উঠে এসেছেন। প্রথম পাঁচে রয়েছেন যশস্বী জয়েসওয়াল। তাঁর ব়্যাঙ্কিং চার। মুম্বই টেস্টে রান পাওয়ায় চার ধাপ ওপরে উঠে এসেছেন শুভমন গিল। বর্ডার-গাভাসকর ট্রফিতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে তরুণ ব্রিগেড। তবে অস্ট্রেলিয়ার মাটিতে কামিন্সদের হারাতে কোহলির ফর্মে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
