আজকাল ওয়েবডেস্ক: ছুটি চাইছেন কর্মচারী। বসের কাছে ইমেল করেছেন। তাতে শুধু লেখা, ‘৮ নভেম্বর ছুটিতে থাকছি। বাই।’
ছুটির এই ইমেল রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি লগ্নিকারী সংস্থার মালিক সিদ্ধার্থ শাহ ইমেল–এর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এরপরই নেটিজেনরা নানা মন্তব্য করেছেন।
সবচেয়ে বড় কথা, বেশি ভনিতা নয়, একেবারে সরাসরি মূল বক্তব্য সামান্য কথায় তুলে ধরেছেন ওই কর্মচারী। সোশ্যাল মিডিয়ায় এই ইমেল–এর স্ক্রিনশট পোস্ট হতেই প্রচুর লাইক ও রিচ পেয়েছে। সবচেয়ে আশ্চর্যের, অনুমতির কোনও প্রয়োজন ওই কর্মচারী মনে করেননি। ছুটিটা চেয়ে নিয়েছেন।
এক জন বলেছেন, ‘আমি যদি ছুটির জন্য এরকম ইমেল করতাম, তাহলে আমার ম্যানেজার এইচ আর এর সঙ্গে বৈঠক করে আমার ব্যবহার নিয়ে আলোচনা করতেন।’ আর এক জন বলেছেন, ‘সবচেয়ে আশ্চর্যের কোনও অনুমতি চাননি ওই কর্মচারী।’ এই মুহূর্তে ছুটির এই আবেদন নিয়ে জোরদার আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।
