বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৬ নভেম্বর ২০২৪ ১৬ : ৩৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কমিক্সের পাতা থেকে বড়পর্দায় যে ‘রাপ্পা রায়’ আসছে সে খবর পাওয়া গিয়েছিল আগেই। রাপ্পার একগুচ্ছ জনপ্রিয় গল্পের মধ্যে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর গল্পের উপর ভিত্তি করেই লেখা হয়েছে চিত্রনাট্য। নামও রাখা হয়েছে কমিক্সের অনুরূপেই। পরিচালনার দায়িত্বে ছিলেন মৈনাক ভৌমিক। তবে বুধবার জানা গেল, সুযোগ বন্দ্যোপাধ্যায়ের এই কমিক্স নিয়ে ছবিটি আর তৈরি করবেন না মৈনাক। পরিচালকের আসনে বসতে চলেছেন পরিচালক ধীমান বর্মন ও প্রান্তিক গায়েন। বদলে গিয়েছে প্রধান চরিত্রদের মুখও। একগুচ্ছ নতুন নিয়ে ডিসেম্বর মাস থেকেই শুটিং শুরু হবে। ছবিতে রাপ্পার ভূমিকায় রয়েছেন সৌম্য মুখোপাধ্যায়। দেখা যাবে দিব্যেন্দু ভট্টাচার্য, ব্রাত্য বসু-দেরও। এই খবর প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে সুযোগ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান ‘জাতিস্মর’ ছবিখ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজক রাণা সরকার। সুযোগও পোস্টের বার্তা বাক্সে রাণার উদ্দেশ্যে পাল্টা লেখেন, “তুমি একটা করো না, আমি পরিচালনা করব”। সঙ্গে সঙ্গে প্রযোজকের জবাব, “ডান, চলো হয়ে যাক।”
এরপরেই রাপ্পা রায়ের স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে আজকাল ডট ইন। শিল্পী বলেন, “এতদিন রাপ্পাকে কমিক্সের দু'মলাটের মধ্যে এনেছি। এবার বড়পর্দায় আনব। এবং ব্যাপারটা নিয়ে আমি অত্যন্ত সিরিয়াস।” রাণা সরকারের প্রযোজনার প্রসঙ্গে তিনি বলেন, “রাণাদার সঙ্গে আমার পরিচয় দীর্ঘ বছরের। যাঁর ঝুলিতে ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’-এর মতো সব ছবি রয়েছে তাঁর ছবির প্রতি ভালবাসা, রুচিবোধ সম্পর্কে আলাদা করে বলার প্রয়োজন নেই। ইতিমধ্যেই ওঁর সঙ্গে আমার প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে। চলতি সপ্তাহেই রাপ্পার ছবি নিয়ে আলোচনায় বসব আমরা।” আর রাপ্পার গল্প? সেটার বিষয়ে কিছু পরিকল্পনা এঁটে রেখেছেন না কি রাপ্পার জনপ্রিয় কোনও কমিকসের গল্পকেই পর্দায় তুলে ধরবেন সুযোগ বন্দ্যোপাধ্যায়? শিল্পীর জবাব, “দেখুন, রাপ্পার ছবিকে কমেডি-থ্রিলার ঘরানাতেই ফেলব। বিভিন্ন সামাজিক বিষয়েও উঠে আসবে ছবি তীর্যক ভঙ্গিতে। চেষ্টা করব সব বয়সীদেরযেন ভাল লাগে। আর গল্প।...নতুন কিছু লিখতেও পারি অথবা রাপ্পার একটি জনপ্রিয় গল্পের থেকে চিত্রনাট্য লিখে ফেলতে পারি। ছবিতে থাকতে পারে অ্যানিমেশন-এর ছোঁয়াও। ছবির জন্য যেটুকু সুর প্রয়োজন তা আমিই সামলে নিতে পারব বলেই বিশ্বাস। রাপ্পার জন্য একটা ‘থিম সং’ কিন্তু বেঁধে রেখেছি আমি। পোস্টার ডিজাইনের খসড়া করা রয়েছে আমার কাছে। দেখা যাক...এর থেকে বেশি এখনই সেসব বলতে চাইছি না।” সামান্য থেমে হেসে শিল্পী যোগ করলেন, “তবে এটুকু বলব সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই শুরু করে দিতে পারব রাপ্পার ছবির শুটিং।”
যোগাযোগ করা হয়েছিল রাণা সরকারের সঙ্গেও। স্পষ্ট, কাটা-কাটাভাবে বলে উঠলেন, “ভীষণ আগ্রহী রাপ্পা রায়কে পর্দায় নিয়ে আসার ব্যাপারে। এই সময়ের অন্যতম সেরা কমিক্স-শিল্পী সুযোগ বন্দ্যোপাধ্যায়। আমি নিজেও রাপ্পা রায়ের কমিক্সের ভক্ত। যাঁরা ওঁকে চেনেন তাঁরা জানেন কী অসম্ভব গুণী মানুষ উনি! ছবি তৈরির বিষয়টাও তাঁর জানা। আমি যদি এই রাপ্পার ছবির প্রযোজক হতাম মৈনাক ভৌমিকের আগে সুযোগদাকে জিজ্ঞেস করতাম ছবিটা তুমি তৈরি করতে চাও কি না? স্রষ্টা তাঁর আঁকা চরিত্রদের যদি নিজেই পর্দায় আনার প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে, তার থেকে ভাল আর কী হতে পারে? আর আমার প্রযোজনা সংস্থা সবসময় নতুনদের সুযোগ দিয়েছে। শ্রীজাত-ও তো ‘মানবজমিন’ ছবি পরিচালনা করেছেন আমার প্রযোজনা সংস্থা থেকেই। সৌরভ পালোধি ‘অঙ্ক কি কঠিন’ নির্দেশনা দিলেন। সুযোগদার সঙ্গে রাপ্পার ছবি নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে। এই সপ্তাহেই একসঙ্গে বসে বাকি আলোচনা সেরে ফেলব।”
প্রযোজকের উদ্দেশ্যে প্রশ্ন ছিল, বাংলায় এত গোয়েন্দা গল্পের ভিড়ে ‘রাপ্পা’ যদি সংযোজন হয়, তাহলে কি বাঙালি গোয়েন্দাদের ভিড় আরও একটু বাড়বে? ঝটিতি জবাব ভেসে আসে, “বাড়ুক না। কী ক্ষতি! পুরনো তো কেউ নয়, আনকোরা নতুন একটি চরিত্র। আর একটা কথা রাপ্পা রায়ের কমিক্স আমার মতো বয়সী লোকেরাও যেমন পড়েন, কলেজপড়ুয়ারাও পড়ে। ছোটরা তো পড়েই। তাহলে যে চরিত্রটি নিয়ে মানুষের এত আগ্রহ সেই জায়গা থেকে তাঁকে পর্দায় নিয়ে আসার ঝুঁকি নেওয়াই যায়। একটু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে ক্ষতি কী! টাটকা হাওয়া আসবে বাংলা ছবির বাজারে। সুযোগদা যদি আমার সঙ্গে কাজ করেন ভীষণ খুশি হব।”
প্রসঙ্গত, ২০০৬ সালে ছোটদের একটি জনপ্রিয় ম্যাগাজিনে আত্মপ্রকাশ করে রাপ্পা রায়। আর নেমেই পাঠকের হৃদয়ে ‘বাপি বাড়ি যা!’ প্রত্যেক বয়সের পাঠকের প্রিয় সে। আর্ট কলেজ থেকে স্নাতক পাশ করে ‘দৈনিক জয়ধ্বজা’ নামক সংবাদপত্রে কর্মরত এক সাংবাদিক রাপ্পা। বিপদ তার সর্বক্ষণের সঙ্গী। দুঃসাহসিক অভিযানের কিছু কিছুতে সঙ্গী হয় বন্ধু টোনি। এবং ছেলের এই অ্যাডভেঞ্চারে নাজেহাল রাপ্পার বাবা। টোনির ব্যবহারেও তার উপরে হাড়ে হাড়ে চটা তিনি। সব মিলিয়ে রাপ্পার মতোই পাঠকের কাছে জনপ্রিয় তাঁর বাবা শংকর দত্ত।
প্রসঙ্গত, আগে ঠিক হয়েছিল ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ছবিতে অভিনয় করবেন অমর্ত্য রায় ও রাজনন্দিনী পাল। সেইমতো ঘোষণাও হয়ে গিয়েছিল। কিন্তু এখন এই ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। অন্যদিকে গল্পের বিখ্যাত অভিনেত্রী ডলফিন চরিত্রে থাকছেন অভিনেত্রী অলিভিয়া সরকার। চেঙ্গিসের ভূমিকায় দিব্যেন্দু ভট্টাচার্য এবং রাপ্পার বাবার চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
জগন্নাথ মন্দিরে সাত পাকে বাঁধা পড়লেন আদিত্য-পূর্বাশা, 'জগদ্ধাত্রী'র অভিনেতার 'অভিনব' বিয়ের মেনু জান...
‘ক্রাইম পেট্রল’খ্যাত অভিনেত্রীর নাবালক সন্তানের রহস্যমৃত্যু! কোথায় উদ্ধার হল দেহ? ...
ফের শিরনামে ‘স্ত্রী ২’, দেশের জনপ্রিয়তম ছবির তালিকায় ঢোকার পাশাপাশি আর কোন রেকর্ড গড়ল শ্রদ্ধার ছবি? ...
ছোট্ট ‘মুসাফা’ হয়ে ওঠার জন্য খুদে আব্রাম কীভাবে নিজেকে প্রস্তুত করেছিল? এই প্রথম ফাঁস করলেন স্বয়ং শাহরুখ...
‘আসবেন না অনুষ্ঠানে’, রাজস্থানের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার পাশাপাশি রাজনীতিকদের তোপ সোনুর! কিন্তু কেন?...
‘ভুল ভুলাইয়া ৩ সুপারহিট, তবু ইন্ডাস্ট্রির সমর্থন পাব না!’ বিস্ফোরক কার্তিকের নিশানায় কারা? ...
জল্পনা সত্যি করে ‘বেবি জন’-এ হাজির সলমন, ছবির ঝলকে ‘টাইগার’কে দেখে কেন ক্ষেপল নেটপাড়া?...
‘ভূত বাংলো’র সামনে লন্ঠন হাতে একা অক্ষয়! গা-ছমছমে পোস্টার দেখিয়ে ছবি মুক্তির তারিখ ঘোষণা ‘খিলাড়ি’র ...
পর্দার জন্য নয়, বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন 'মেম বউ' সিরিয়ালের অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায় ...
'আমার সামনে দাঁড়াতেই...', অমিতাভকে দেখে বদলে গিয়েছিল রেখার নাচ! কোন গোপন কথা ফাঁস করলেন 'উমরাও জান'?...
অন্তর্বাস না পরা থেকে পাজামা খুলে যাওয়া, ‘জগন’-এর কথা বলতে গিয়ে আবেগে ভেসে আর কী বললেন সুব্রত?...
অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় রেজওয়ান! অ্যান্টনি ফিরিঙ্গি থেকে পুরনো কলকাতা ছুঁয়ে তৈরি করলেন ‘কালী কথা কলিকাতা’...
‘অ্যানিম্যাল’ নিয়ে রিয়্যালিটি শো-এর প্রতিযোগীর সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক, কটাক্ষ জাভেদ আখতারকেও!...
‘নর্মদা বাঁচাও আন্দোলন’-এর সঙ্গে এক বিন্দুতে মা হারা-কিশোরের যন্ত্রণাকে মেলায় গৌতমের ‘পরিক্রমা’ ...
গ্লোবের পাঁচ টাকার টিকিট, উথালপাথাল প্রেম এবং ‘গডফাদার’...
জন্মদিনে শর্মিলাকে ‘গ্যাংস্টার’ তকমা! শাশুড়ি-বউমার কেমন রসায়ন বোঝাতে চাইলেন করিনা?...
পুষ্পা ২’র বাজিমাত! সব রেকর্ড ভেঙে চুরমার, তৃতীয় দিনে অল্লু অর্জুনের ছবির ঝুলিতে কত আয়? ...
‘আমি বিন্দুমাত্র লজ্জিত নই, দুঃখিত-ও নই! বাংলা ভাষা আমার গর্ব ’, অকপট ইমন চক্রবর্তী ...