আজকাল ওয়েবডেস্ক : ফের একবার মার্কিন মুলুকের দায়িত্ব নিজের হাতে নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে ফের একবার ক্ষমতায় আসতে চলেছেন ট্রাম্প। বুধবার ফলঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন আমেরিকাবাসীরা। এরপর নিজের ভাষণে ফের একবার সোনার আমেরিকা গড়ার কথা তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প।

 

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, এই জয় ঐতিহাসিক। সর্বকালের সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা। আমেরিকাবাসীকে ধন্যবাদ। ট্রাম্প দাবি করেন, অনুপ্রবেশ সমস্যা থেকে ইউএফও রহস্য, যাবতীয় বিষয়ে সমাধান করবে তার সরকার। তিনি আরও বলেন, আমেরিকা গোটা বিশ্বে ফের একবার নিজেকে চেনাবে। আমেরিকা যে চিন্তাধারা করে তা গোটা বিশ্ব মেনে নেয়। এই ধরণের রাজনৈতিক জয় আমেরিকা এর আগে দেখেনি। দেশের প্রতিটি মানুষ এরফলে আরও এগিয়ে যাবে বলেও এদিন জানিয়ে দিলেন ডোনান্ড ট্রাম্প।

 

তিনি আরও বলেন, যারা আমেরিকার পাশে থাকবে তাদের জন্য সর্বদা কাজ করবে আমেরিকা। কমলা হ্যারিসের সামনে ইতিহাস তৈরির সুযোগ ছিল। ২৭০ ম্যাজিক ফিগার পার করেছেন ট্রাম্প। তিনি পেয়েছেন ২৭৭ টি ভোট। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ টি ভোট। সাতটি সুইংয়ের মধ্যে ছটিতে জিতেছেন ট্রাম্প। ৫০ প্রদেশের মধ্যে বেশির ভাগই ট্রাম্পের রিপাবলিকানদের দখলে। এদিন ট্রাম্পের জয়ের সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়েন তার সমর্থকরা। ট্রাম্পের এই জয়ের ফলে গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যে তাকে শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেছেন। আমেরিকায় ফের ট্রাম্পের শাসন শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।