আজকাল ওয়েবডেস্ক : ভারতে কয়েকটি গুরুত্বপূর্ণ রেল সেতু দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যা অনেক সময় বড় ধরনের ক্ষতি এবং হতাহতের কারণ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু দুর্ঘটনা হল।
মৈত্রাই সেতু দুর্ঘটনা, অসম - ২০১৫ সালে অসমের মৈত্রাই এলাকায় একটি রেল সেতু ধসে পড়লে বেশ কিছু কোচ নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়।
কর্ণাটকের ভিরপ্পানদাদি সেতু দুর্ঘটনা - ২০০৭ সালে কর্ণাটকের এই সেতুতে রেললাইন ভেঙে গেলে একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। বেশ কয়েকজন যাত্রী এতে আহত হন।
কোজিকোড সেতু দুর্ঘটনা, কেরালা - ২০১২ সালে কেরালার কোজিকোড এলাকায় একটি রেল সেতুতে ট্রেনের কয়েকটি বগি উল্টে যায় এবং কয়েকজন আহত হন।
বিহারের ভাগলপুর সেতু দুর্ঘটনা - ২০১৬ সালে ভাগলপুর রেল সেতুতে যান্ত্রিক ত্রুটি হওয়ায় একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এতে বেশ কিছু কোচ লাইনচ্যুত হয় এবং অনেকেই আহত হয়।
ওড়িশার কোরাই সেতু দুর্ঘটনা - ২০০৯ সালে ওড়িশার কোরাই রেল সেতুতে ট্রেনের সংঘর্ষে একটি ট্রেন ক্ষতিগ্রস্ত হয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করতে হয়।
এ ছাড়া ভারতে আরও অনেক ছোট-বড় রেল সেতু দুর্ঘটনা ঘটেছে, যা যাত্রী ও রেল বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রেল দপ্তর যতই এর দায় এড়ানোর চেষ্টা করুক না কেন রেলের গাফিলতি প্রতিবার সামনে এসেছে। যার ফল ভোগ করেছেন সাধারণ মানুষ। রেল দপ্তর প্রতিবার নিজের দায় এড়িয়েছে।
