মিল্টন সেন, হুগলি: হঠাৎই ভূগর্ভস্থ জলের পাইপ লিক করে ধসে গেল রাস্তার কিছু অংশ। শোভাযাত্রার রুটে গভীর গর্ত নিয়ে চিন্তায় পুজো উদ্যোক্তারা। সারাই করতে তৎপর সংশ্লিষ্ট দপ্তর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার চন্দননগরের হাটখোলায়। 

 

জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় মাটির তলায় জলের পাইপ লাইন সারানোর কাজ চলছিল। লাইনে লিকেজ ধরা পড়ে। সেখান থেকে জলে মাটি ভিজে ধসে বড়সড় গর্ত তৈরি হয়েছে। জলের লাইনের পাশেই রয়েছে সুয়ারেজ লাইন। সারাতে গিয়ে সেই লাইন ক্ষতিগ্রস্ত হয়। ধসে যাওয়া গর্তে জল জমে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। পুর নিগমের তরফে পাম্প চালিয়ে জল বের করে দেওয়া হয়েছে। সমস্যা তৈরি হয়েছে চন্দননগর কর্পোরেশনের ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ড সীমানা এলাকায়। 

 

জগদ্ধাত্রী পুজোর আনন্দে মাতোয়ারা চন্দননগর। মঙ্গলবার ছিল পুজোর চতুর্থী। আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে বিখ্যাত এই পুজোর শোভাযাত্রা। এদিন শোভাযাত্রার রুটেই এই ধরনের সমস্যা তৈরি হওয়ায় চিন্তায় পুজো উদ্যোক্তা এবং স্থানীয় বাসিন্দারা। চন্দনগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী জানান, জলের পাইপ লাইনে লিকেজ থেকে এই সমস্যা দেখা দিয়েছে। মেন পাইপ লাইন ফেটে গেছে। ওই এলাকার জলের লাইন বন্ধ রেখে দিনরাত কাজ করা হচ্ছে। এদিন সকাল ১০ টা পর্যন্ত কাজ করার পর কর্মীরা বাড়ি ফিরে যান। তারপরই দেখা যায় সুয়ারেজ লাইন থেকে ফাটল দেখা দিয়েছে। আবার নতুন করে সারাতে হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছে। জল জমে থাকায় কাজ করতে সমস্যা হচ্ছে। তবে তিনি আশাবাদী শোভাযাত্রার আগে রাস্তা ঠিক করে দেওয়া হবে। দ্রুততার সঙ্গে কাজ চলছে।

ছবি পার্থ রাহা।