আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও শিশুরা আক্রান্ত হচ্ছে রেসপিরিটারি সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি) থেকে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে এই রোগে অনেক শিশুই আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। অনেক শিশুই প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ার পর ভর্তি করতে হয়েছে হাসপাতালে।
রাজ্যের অন্যতম শিশুরোগ বিশেষজ্ঞ ডা: শুভজিৎ ভট্টাচার্য বলেন, 'আরএসভি নতুন রোগ নয়। আগেও ছিল। শিশুরাই এই রোগে আক্রান্ত হয়। রোগের লক্ষণ হল জ্বর, সর্দিকাশি। সেইসঙ্গে থাকে কিছুটা শ্বাসকষ্ট। রোগের প্রকোপ বাড়লে শিশুকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। কোনও কোনও শিশুর ক্ষেত্রে রোগটি বিপজ্জনক হয়েও উঠতে পারে। নির্ভর করছে ওই শিশুর শারীরিক অবস্থা কীরকম।'
এই মুহূর্তে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জেলায় আরএসভি থেকে অনেক শিশুই আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ৫০-এর বেশি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে। তাদের বেশ কয়েকজনকে বেসরকারি হাসপাতাল ছাড়াও ভর্তি করা হয়েছে তমলুক জেলা হাসপাতালে। পূর্ব মেদিনীপুরের বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ প্রবীর ভৌমিক জানান, এ বছর এই রোগটি অনেক বেশি দেখা যাচ্ছে। কয়েকজন খুব খারাপ অবস্থাতেও আছে। তাদের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হয়েছে। মাসে এই রোগে আক্রান্ত প্রায় ৫০টি শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে।
কী কারণে এই রোগটি হয়? ডা: শুভজিৎ ভট্টাচার্য বলেন, 'দূষণ একটা বড় কারণ। এছাড়াও এই রোগ থেকে রক্ষা পেতে গেলে যেটা করা দরকার শিশু এবং তার আশেপাশের লোকজনের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলা। অভিভাবকরা যদি বাইরে থেকে এসে অপরিচ্ছন্ন অবস্থায় তাদের শিশুকে ধরেন তাহলে কিন্তু ওই নির্দোষ শিশুটি তার অভিভাবকের ভুলেই এই রোগে আক্রান্ত হবে। এর পাশাপাশি সতর্ক থাকার আরও একটি মাধ্যম হল শিশুকে ইনফ্লুয়েঞ্জা'র ভ্যাকসিন দেওয়া। যেটা এই রোগ ঠেকাতে বড় ভূমিকা নেয়।'
