আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের ফাইনালে হারলেও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুটো ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে ভারত। মঙ্গলবার গুয়াহাটিতে অজিদের হারালেই সিরিজ পকেটে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দারুণ ছন্দে রয়েছে দল। প্রথম ম্যাচে বড় রান তাড়া করে জয়ের পর, আগেরদিন প্রথমে ব্যাট করে বিশাল রান তোলে ভারত। আজ জিতে সিরিজ পকেটে পুরে নেওয়াই লক্ষ্য সূর্যদের। কিন্তু গুয়াহাটিতে রয়েছে বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সন্ধের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই নিয়ে না ভেবে জুনিয়রদের ফোকাস হবে সেরাটা দেওয়ায়। বিশেষ করে তিলক বর্মার। টি-২০ সিরিজে বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তবে শেষ দুটো ম্যাচ খেলবেন শ্রেয়স আইয়ার। সূর্যর ডেপুটি করা হয়েছে তাঁকে। সুতরাং সরাসরি দলে ফিরবেন। সেক্ষেত্রে প্রথম দু"ম্যাচে রান না পাওয়া তিলকের জায়গায় দলে ফিরতে পারেন শ্রেয়স। তাই আজই হয়তো শেষ সুযোগ মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারের সামনে। এই সিরিজ থেকেই টি-২০ বিশ্বকাপের মহড়া শুরু হয়ে গিয়েছে। রান পেয়েছেন যশস্বী জয়েসওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, রিঙ্কু সিংরা। একমাত্র তিলক এখনও নজর কাড়তে পারেননি। সুতরাং আজ রান পেতে মরিয়া চেষ্টা করবেন তিলক। অন্যদিকে আজও নজর থাকবে রিঙ্কু সিংয়ের দিকে। প্রথম ম্যাচে দলকে জেতান। দ্বিতীয়তে শেষদিকে অনবদ্য ব্যাটিং। ক্রমশ "মিস্টার ফিনিশার" হওয়ার পথে কেকেআরের উঠতি তারকা। আজও জ্বলে উঠতে চাইবেন। দলের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। আজ সিরিজ জিতে গেলে শেষ দু"ম্যাচে পরীক্ষার পথে হাঁটতে পারেন সূর্য। অন্যদিকে সিরিজে টিকে থাকতে শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে ম্যাক্সওয়েলরা।‌