আজকাল ওযেবডেস্ক: ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীকে নিয়ে একাধিক মিমে মজেছেন নেটিজেনরা। ডোনাল্ড ট্রাম্পের সুপারম্যান হয়ে কুকুর-বিড়াল উদ্ধারের ছবি থেকে শুরু করে কমলা হ্যারিসের বিতর্কের সময় নিস্তেজ থাকার প্রতিক্রিয়া; সোশ্যাল মিডিয়ায় একাধিক মিমে মজেছেন নেটিজেনরা। প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে ট্রাম্প দাবি করেছিলেন, ‘ওহায়োর স্থানীয় বাসিন্দারা কুকুর, বিড়ালের মত পোষা প্রাণী মেরে খাচ্ছেন! যা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার’। মুহূর্তের মধ্যে ট্রাম্পের এই বক্তব্য ভাইরাল হয়ে যায়।

 

 

ট্রাম্পকে পোষ্য রক্ষাকরী সাজিয়ে মিম তৈরি হয় একাধিক। অন্যদিকে, বিতর্ক চলাকালীন হ্যারিসের স্মরণীয় প্রতিক্রিয়া, যেমন মাথা নাড়ানো, মৃদু হাসি, এবং চিন্তিতভাবে মুখে হাত রাখা। এসবও অনলাইনে ভক্তদের কাছে প্রিয় হয়ে উঠেছে। এক সমীক্ষায় দেখা গিয়েছে, আইওয়ায় ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। এই ধারা অব্যাহত থাকলে ২০০৮ এবং ২০১২ সালে বারাক ওবামার পর প্রথমবার কোনও ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হবেন সেখান থেকে। এই অপ্রত্যাশিত ফলাফলকে ঘিরেও সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম শেয়ার করেছেন নেটিজেনরা।