আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, দীপাবলি বা কালীপুজো এরপর যে উৎসবে মাতেন ধর্মপ্রাণ মানুষেরা তার নাম ছটপুজো। এই পুজোর উদ্দেশ্য থাকে সূর্যদেবকে আরাধনা করা। মূলত বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষ পালন করে থাকেন এই উৎসব। এই বছর ছট পড়েছে সাত,আট, নয় আর দশ নভেম্বর। উৎসব এলেই বন্ধ থাকে ব্যাংক। কখনও দেশজুড়ে আবার অনেকসময় সারা দেশে নয় শুধু যে রাজ্যের উৎসব সেই রাজ্যেই বন্ধ থাকে ব্যাংক। পশ্চিমবঙ্গে কি ছট পুজোয় বন্ধ থাকবে ব্যাংক? 

 

 

সারা দেশে কবে বন্ধ থাকবে ব্যাংক তা নিয়ে নির্দেশিকা জারি করে আরবিআই। বিহার, ঝাড়খণ্ড, দিল্লিতে সাত নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক। এইদিন ছট উপলক্ষে পশ্চিমবঙ্গেও ব্যাংক বন্ধ থাকছে। পরের দিন শুক্রবার বিহার ঝাড়খন্ড এবং মেঘালয় বন্ধ থাকবে ব্যাংক। শুক্রবার অর্থাৎ আট নভেম্বর পশ্চিমবঙ্গে ব্যাংক খোলা। নয় নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার এমনিই বন্ধ থাকছে ব্যাংক। তারপরের দিন রবিবার হওয়ায় সেদিনও বন্ধ ব্যাংক। 

 

 

ছট ছাড়াও পশ্চিমবঙ্গে আরও বেশ কিছুদিন নভেম্বর মাসে বন্ধ থাকবে ব্যাঙ্ক চলুন দেখে নেই সেই তালিকা। 

 

১২ নভেম্বর মঙ্গলবার তালা থাকছে ব্যাংকে। 

 

১৫ নভেম্বর শুক্রবার গুরুনানকের জন্মদিন হওয়ায় ঝাঁপবন্ধ ব্যাংকের। 

 

১৭ নভেম্বর রবিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক।

 

১৮ নভেম্বর সোমবার তালা ঝুলবে ব্যাংকে। 

 

২৩ নভেম্বর শনিবার চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক। 

 

পরেরদিন ২৪ নভেম্বর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাংক।