আজকাল ওয়েবডেস্ক: ৫ নভেম্বর ভোট আমেরিকায়। দেশের বাসিন্দারা বেছে নেবেন তাঁদের পরবর্তী প্রেসিডেন্ট। সম্মুখ সমরে রিপাবলিকান, ডেমোক্র্যাটিক পার্টি। মুখোমুখি লড়াইয়ে কমলা হ্যারিস, ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভারতীয় সময় সন্ধে নাগাদ শুরু হবে আমেরিকায় ভোট গ্রহণ। তবে এক দেশে ভোট হলেও, ভিন্ন প্রদেশে ভোট গ্রহণের সময় ভিন্ন! তার কারণও রয়েছে। ভোটের সময় সংক্রান্ত তথ্য এক নজরে।
আমেরিকায় ১৫টি রাজ্য রয়েছে, যাদের টাইম জোন ভিন্ন, অর্থাৎ দুটি পৃথক সময় অঞ্চলে বিভক্ত ওই রাজ্যগুলি। ইস্টার্ন টাইম, ইটি অনুযায়ী স্থানীয় সময় সকাল ৫টায় শুরু হবে ভোট গ্রহণ। পূর্ব উপকূলের ভারমন্টে ভোট শুরু হবে স্থানীয় সময় সকাল ৬টায়। বেশকিছু জায়গায় বাই-মেল ভোট হবে। সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত ভোট হবে সেখানে।
কেনটাকিতে ভোট গ্রহণ হবে সকাল ৬টা থেকে। মেইনে সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হবে। জনসংখ্যার বিচারে চলবে ১০টা পর্যন্ত। নিউ জার্সিতে ভোট শুরু সকাল ৬টায়। ভার্জিনিয়ায় সকাল ৬টা থেকে ভোট শুরু। উত্তর ক্যারোলিনায় ভোটদান শুরু হবে সকাল সাড়ে ছটায়। ওহিও এবং পশ্চিম ভার্জিনিয়াতেও তাই। অ্যালবামা এবং ডেলাওয়ারে সকাল ৭টায় ভোটদান শুরু হবে। ইস্টার্ন সময় অনুযায়ী ফ্লোরিডার বেশ কিছু জায়গায় সকাল ৭ এবং বেশকিছু জায়গায় ৮টায় শুরু হবে ভোট। ইলিয়ন, মেরিল্যান্ড, কানসাসেও ভোট শুরু হবে স্থানীয় সময় সকাল ৭টায়। বেশকিছু জায়গাই ভোট চলবে স্থানীয় সময় সন্ধে ৭ টা, বেশকিছু জায়গায় ৮-৮.৩০ পর্যন্ত ভোটগ্রহণ চলবে। টেক্সাসে ভোট চলবে রাত ৯টা পর্যন্ত। ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়ায় ভোট চলবে রাত ১১টা পর্যন্ত।
