আজকাল ওয়েবডেস্ক: গর্ভবতী গরু চুরি করে হত্যার ভয়াবহ কাণ্ড গুজরাটের ভরুচ জেলায়। অভিযোগ, গরু চুরি করে মাংস খাওয়ার লোভে হত্যা করা হয় ওই গরুটিকে। ঘটনায় ইতিমধ্যেই ছ'জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে দীপাবলির দিন। জানা গিয়েছে, কামলেশ আহির নামে এক ব্যক্তি তাঁর গরুটিকে বাড়ির কাছে একটি গাছে বেঁধে রেখেছিলেন। গর্ভবতী হওয়ার কারণে গরুটির চলাফেরা করতে অসুবিধা হচ্ছিল।

 

 

সন্ধ্যার পরেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় গরুটি। কমলেশ এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন ওই গরুটিকে নিয়ে গেছেন। গ্রামে গিয়ে কমলেশ এবং তাঁর বাবা তাঁদের পোষ্যর শরীরের কিছু অবশিষ্টাংশ পান। ডিএনএ পরীক্ষার জন্য ওই অবশিষ্ট অংশ ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। কামলেশ নিজেই চিহ্নিত করেছেন অভিযুক্তদের।

 

 

জেরা করে পুলিশ জানতে পারে, পাঁচ ব্যক্তি মিলে গরুটিকে চুরি করেন। পরে বহন করে নিয়ে যাওয়ার জন্য তাঁদের সঙ্গে আরও একজন যোগ দেন। অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ ছ'জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভরুচ জেলার উপ-পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তরা এর আগেও চুরির দায়ে গ্রেপ্তার হয়েছে।

 

 

ঘটনার পেছনে মূল উদ্দেশ্য ছিল গরুটিকে হত্যা করে তার মাংস ভক্ষণ করা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা, পশুর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন এবং গুজরাট প্রাণী সংরক্ষণ আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে।